বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

যেখানে অপরাজিত ইতালি

রাশেদুর রহমান

যেখানে অপরাজিত ইতালি

অধিনায়ক বুফন

ইতালিয়ানরা চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০০৬ সালে। সেবার তারা ফাইনালে জিনেদিন জিদানের দুর্দান্ত ফ্রান্সকে হারিয়ে দেয়। ওই বছরই ফরাসিরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ইতালিকে ইতালির মাটিতে ৩-১ গোলে উড়িয়ে দেয়। ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর ফরাসিদের কাছে ওই পরাজয়টাই ইতালির সর্বশেষ। এরপর এক দশক পেরিয়ে গেল। ইউরো কিংবা বিশ্বকাপ বাছাই পর্বে কখনোই পরাজয়ের তিক্ত স্বাদ পায়নি ইতালিয়ানরা। ২০০৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে ফ্রান্সের কাছে পরাজয়ের পর আরও ১০টি ম্যাচ খেলেছে ইতালি। এর মধ্যে জিতেছিল ৯টাতেই। একটাতে ড্র করেছে তারা।

দীর্ঘ সময়ের মধ্যে বাছাই পর্বে ভালো করলেও বিশ্বকাপ কিংবা উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খুব একটা ভালো করতে পারেনি ইতালি। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছে তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অবশ্য ২০১২ সালে তারা স্পেনের বিপক্ষে ফাইনাল খেলে পরাজিত হয়েছে। এর মধ্যে কোনো শিরোপা জেতা হয়নি আজ্জুরিদের। ২০০৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইতালি দশক পেরিয়ে ষষ্ঠ বাছাই পর্বে অংশ নিচ্ছে। এর মধ্যে ৫১টা ম্যাচ খেলেছে তারা। জিতেছে ৩৮টাতে। বাকি ১৩টা ম্যাচে ড্র করেছে। ২০১০ বিশ্বকাপের বাছাই পর্বে ১০ ম্যাচের ৭টাতেই জিতেছিল আজ্জুরিরা। ২০১২ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের ১০ ম্যাচের ৮টাতে জিতেছিল ইতালি। ড্র করেছে বাকি দুইটাতে। ২০১৪ বিশ্বকাপের বাছাই পর্বের ১০ ম্যাচের ৬টাতে জিতেছিল তারা। ড্র করেছে বাকি ৪টাতে। ২০১৬ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের ১০ ম্যাচের ৭টাতে জিতেছে তারা। ড্র করেছে বাকি ৩টাতে। চলতি বিশ্বকাপ বাছাই পর্বেও জয়রথ ছুটছে ইতালির। বাছাই পর্বে জি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে। তবে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইতালির সামনে। সম্ভবত গত এক দশকে বাছাই পর্বে ইতালি নিজেদের সবচেয়ে কঠিনতম ম্যাচ খেলতে নামছে আগামীকাল।

তুরিনের জুভেন্টাস অ্যারিনায় আগামীকাল মুখোমুখি হচ্ছে ইতালি-স্পেন। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন একই গ্রুপে থাকায় এবারের বাছাই পর্ব বেশ কঠিন হয়ে গেছে। প্রথম ম্যাচে স্পেন ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লিচেনস্টেইনকে। গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ পর্বে শীর্ষেই আছে স্প্যানিশরা। এবার তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। ইতালির দীর্ঘ এক দশকের রেকর্ডের মুখোমুখি হতে হবে লা রোজা ফুরিয়াদের। অবশ্য অতীতটা স্পেনের পক্ষেই আছে। দুই দলের অতীত লড়াইয়ে স্প্যানিশরা জিতেছে ১১ বার। ৯ বার জিতেছে ইতালি। বাকি ১২বার ড্র হয়েছে। অতীত লড়াইয়ে এগিয়ে থাকা স্পেনের বিপক্ষে বাছাই পর্বে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখতে পারবে ইতালি! নাকি এখানেই শেষ হচ্ছে তাদের অন্যরকম রেকর্ডটা! আগামীকাল মধ্য রাতে ম্যাচ শেষেই জানা যাবে বিষয়টা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর