বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শারাপোভার শাস্তি কমল

ক্রীড়া ডেস্ক

শারাপোভার শাস্তি কমল

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেন চলাকালীন ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) নিষিদ্ধের তালিকায় থাকা ডোপ ‘মেলডোনিয়াম’ সেবনের অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। অবশ্য এ রুশ সুন্দরী বরাবরই বলেছেন, এ টেবলেট তিনি বহুদিন ধরে সেবন করছেন। কেউ কখনো এটাকে ডোপ হিসেবে বলেনি। এমনকি ওয়াডা যে এটাকে নিষিদ্ধের তালিকায় রেখেছে, তাও তিনি জানতেন না। এসব কথা বললেও পার পাননি পাঁচটি গ্র্যান্ডস্লামজয়ী এ রুশ তরুণী। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। অবশ্য নিষেদ্ধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়া জগতের সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রারি ফর স্পোর্টে (সিএএস) আপীল করেন শারাপোভা। তারই শুনানি ছিল গতকাল। মামলায় জিতেছেন তিনি। তবে নিষেধাজ্ঞা পুরোপুরি কাটেনি এখনো। কোর্টে ফিরতে আগামী এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। সিএএস দুই বছরের শাস্তি কমিয়ে ১৫ মাস করেছে। এরই মধ্যে শারাপোভা নিষেধাজ্ঞার অনেকটা সময় পার করে দিয়েছেন। আর মাত্র কয়েক মাস পরই রুশ সুন্দরীকে কোর্টে দেখা যাবে। দেখা যাক, পূর্ণ ফর্ম নিয়ে কোর্টে ফিরতে পারেন কি না মারিয়া শারাপোভা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর