Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ অক্টোবর, ২০১৬ ২৩:২১
বর্ণবাদবিরোধী সেরেনা
ক্রীড়া ডেস্ক
বর্ণবাদবিরোধী সেরেনা

সর্বকালের সেরা টেনিস তারকা হিসেবে এরই মধ্যে বেশ নাম কুড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তার অসাধারণ টেনিস ভুলিয়ে দিয়েছে অতীতের অনেক সফলতমদের। বর্তমান বিশ্বে সেরা ক্রীড়াবিদদের মধ্যে তিনি একজন। এবার সেরেনা উইলিয়ামসের পরম মানবতাবাদী রূপও দেখল বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশের নির্যাতন চলছে। শার্লটের ঘটনা নিয়ে এখনো যুক্তরাষ্ট্রে তোলপাড়। তবে এ ঘটনা নিয়ে সেরেনা উইলিয়ামস এবার সোচ্চার হয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আমার আঠারো বছর বয়সী ভাইয়ের ছেলে গাড়ি চালাচ্ছিল। আমি ওর সঙ্গেই ছিলাম। রাস্তায় পুলিশ দাঁড়িয়েছিল। তাদের দেখেই সেই ভয়াবহ ভিডিওটার কথা মনে পড়ল। যেখানে একজন কৃষ্ণাঙ্গ মহিলা গাড়িতে বসে আছেন, আর তার প্রেমিককে গুলি করে হত্যা করছে পুলিশ। আমার নিজেকে অনুতপ্ত মনে হচ্ছিল।

আমার ভাতিজার যদি কিছু হতো, নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না।’ কেবল তাই নয়, সারা বিশ্বের বেশির ভাগ মিডিয়াতেই সেরেনা উইলিয়ামসের একটা বাক্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ‘আমি চুপ করে থাকব না।’ সেরেনার এই বক্তব্য এখন আমেরিকান কৃষ্ণাঙ্গদের সাহস আর শক্তির প্রতীক হয়ে উঠছে। সেরেনা উইলিয়ামস বর্ণবাদের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা সরাসরি ঘোষণা করেছেন। একজন টেনিস তারকা থেকে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে এবার পরম মানবতাবাদী হিসেবে নিজেকে উপস্থাপন করলেন।

এই পাতার আরো খবর
up-arrow