বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ফতুল্লায় বিসিবি কর্মচারীর ধৃষ্টতা

ক্রীড়া প্রতিবেদক

শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তাবলয় ভেঙে মাশরাফিভক্তের মাঠে প্রবেশ করা নিয়ে নিউজ করায় গতকাল ইংরেজি দৈনিক নিউ এজের ক্রীড়া সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বিসিবির নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলী। ইংল্যান্ড ও বিসিবি একাদশের ম্যাচ চলাকালে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঘটে এ ঘটনা। বিসিবির এই কর্মচারীর ধৃষ্টতা দেখে অন্য সাংবাদিকরা অবাক হয়ে যান। ম্যাচের মধ্যাহ্ন বিরতির সময় সংবাদ সম্মেলন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদ সম্মেলন থেকে অন্য সাংবাদিকরা দ্রুত প্রেসবক্সে চলে যান। তখন ওই ক্রীড়া সাংবাদিককে একা পেয়ে কলার ধরে টেনে নিয়ে যান মোহাম্মদ আলী। তারপর ধমক ও নানাভাবে ভয়ভীতি দেখান। এ ঘটনায় বিমূঢ় ওই সাংবাদিক এ ব্যাপারে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। এদিকে এ ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে ফতুল্লা স্টেডিয়াম। উপস্থিত সাংবাদিকরা এ ব্যাপারে বিসিবি সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা সমন্বয়কের পদ থেকে মোহাম্মদ আলীর অপসারণ দাবি করেন। এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন— বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি, ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা। সংগঠন তিনটি মোহাম্মদ আলীর অপসারণ দাবি করেছে।

সর্বশেষ খবর