বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নেই মেসি আছেন নেইমার

ক্রীড়া ডেস্ক

নেই মেসি আছেন নেইমার

অনুশীলনে ব্যস্ত নেইমার —এএফপি

ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই শুরু হচ্ছে আবার। আগামীকাল ভোরে মাঠে নামছে প্রায় সবগুলো দল। এরই মধ্যে ৮টি করে ম্যাচ খেলেছে ল্যাটিন দলগুলো। সর্বোচ্চ ৫টি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে সুয়ারেজদের উরুগুয়ে। সমান ম্যাচে সমান ১৫ পয়েন্ট করে সংগ্রহ করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে আছে ব্রাজিল। আর্জেন্টিনার অবস্থান তিন নম্বরে। ল্যাটিন অঞ্চলের বাছাই পর্বের এ অবস্থায় আরও একবার মাঠে নামছে দলগুলো। মেসিহীন আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। নিজেদের মাটিতে নেইমারের ব্রাজিল মুখোমুখি হচ্ছে বলিভিয়ার। তাছাড়াও ইকুয়েডর-চিলি, উরুগুয়ে-ভেনেজুয়েলা এবং প্যারাগুয়ে-কলম্বিয়া মুখোমুখি হচ্ছে আগামীকাল ভোরে।

বার্সেলোনায় দুরন্ত খেলছেন নেইমার। সুয়ারেজও খেলছেন ভালোই। জাতীয় দলে এবার নিজেদের দুরন্ত ফর্ম দেখানোর পালা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকায় বেশ সুবিধাজনক স্থানে আছে উরুগুয়ে। নিজেদের মাটিতে আগামীকাল ভেনেজুয়েলাকে হারাতে পারলে তাদের বিশ্বকাপ চূড়ান্ত পর্ব অনেকটা নিশ্চিতই হয়ে যাবে! অবশ্য এরপর আরও ৯টা ম্যাচ খেলতে হবে তাদেরকে। সেক্ষেত্রে পরের ম্যাচগুলোতেও ভালো ফল করতে হবে। ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্ষেত্রেও এ হিসাব সত্য। বিশেষ করে কলম্বিয়া ও ইকুয়েডর ব্রাজিল-আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দুই দলেরই সংগ্রহ ১৩ পয়েন্ট। জেমস রদ্রিগেজরা আগামীকাল প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছেন। বাছাই পর্বে ল্যাটিন অঞ্চলে এখনো পর্যন্ত নিজেদেরকে প্রমাণ করতে পারেনি প্যারাগুয়ে। তবে দলটা যে ভয়ঙ্কর তাতে আর সন্দেহ কী! কলম্বিয়ানরা কাল সতর্ক থেকেই মাঠে নামছে। এদিকে ইনজুরির কারণে লিওনেল মেসি দলে নেই। কোচ এডগার্ডো বাউজা বেশ চিন্তিত। সেরা তারকাকে ছাড়া খেলা কঠিন হবে নিশ্চয়ই। তবে তিনি আস্থা রাখছেন, গঞ্জালো হিগুয়েন, আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়াদের উপর। তাছাড়া ডিবালাও তো দারুণ খেলছেন। মেসিহীন আর্জেন্টিনা চিন্তিত থাকলেও ব্রাজিল আছে নির্ভার। নেইমার গতকাল সারা দিন অনুশীলন করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর