বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

লা মেসিয়ায় কসভোর বিস্ময় বালক

ক্রীড়া ডেস্ক

লা মেসিয়ায় কসভোর বিস্ময় বালক

বার্সেলোনার ট্রেনিং একাডেমি লা মেসিয়ায় এক বিস্ময় বালকের দেখা মিলেছে। কসভোর যুদ্ধের সময় পরিবারের সঙ্গে রিফিউজি হিসেবে স্পেনে পাড়ি জমিয়েছিলেন লেবিনট কাবাশি। এরপর বহু চড়াই-উত্রাই পেরিয়ে ২০১০ সালে তিনি ঠাঁই পান লা মেসিয়ায়। কসভো স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর চলতি বছরের জুনে প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলে। ফারো আইল্যান্ডকে তারা সেই ম্যাচে ২-০ গোলে হারিয়ে দেয়। গত জুনে ফুটবল মাঠে বিচরণ শুরু করা কসভো সারা বিশ্ব থেকেই কসভোর নাগরিকদের মধ্য থেকে ফুটবল প্রতিভা খুঁজে বেড়াচ্ছে। এর মধ্যেই তারা পেয়ে যায় লেবিনটকে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন ১৬ বছরের এ ফুটবলার। লেবিনটকে প্রথম এ বিষয়ে জানানো হলে তিনি তা হেসেই উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমি মনে করেছিলাম তারা আমার সঙ্গে মজা করছে।

সর্বশেষ খবর