বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দুই জায়গায় হকির ক্যাম্প!

ক্রীড়া প্রতিবেদক

দুই জায়গায় হকির ক্যাম্প!

জাতীয় হকি দলের ক্যাম্প দুই দেশে। বাস্তবে তাই হচ্ছে, ১৯ নভেম্বর থেকে হংকংয়ে বসবে এএইচ কাপের আসর। প্রাথমিকভাবে ক্যাম্পে ঢাকা হয়েছে ৩৫ জনকে। ডাক পাওয়া ৯ জন এখন জার্মানির বিভিন্ন দলের পক্ষে দ্বিতীয় বিভাগ লিগ খেলছেন। এটা অবশ্য ফেডারেশনের ব্যবস্থাপনায় তারা খেলছেন। বাকি ২৬ জনকে ঢাকায় প্রশিক্ষণ দেবেন কোচ মাহবুব হারুন।

হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ বলেন, হকির উন্নয়নের কথা চিন্তা করেই এমনটা করা হয়েছে। জার্মানিতে লিগ খেলা চাট্টিখানি কথা নয়। এ সুযোগে খেলোয়াড়রা নিজেদের ঝালাই করে নিতে পারবে। তাছাড়া হেড কোচ অলিভারতো জার্মানিতেই আছেন। সেখানে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে পারবেন। আর ঢাকায় যারা আছেন তাদের বাছাই করে জার্মানিতে নিয়ে যাওয়া হবে। এরপর ২০ জনের প্রশিক্ষণ চলবে। প্রস্তুতি ম্যাচে অংশ নিয়ে খেলোয়াড়রা নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা ফিরবে। এরপর এখানেই টুর্নামেন্ট শুরু না হওয়া পর্যন্ত ক্যাম্প চলবে। এতে করে খেলোয়াড়রা নিজেদের ভালোভাবে তৈরি করতে পারবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর