Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৬ অক্টোবর, ২০১৬ ২৩:৪৩

মিরপুর স্টেডিয়ামে কমান্ডো মহড়া

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর স্টেডিয়ামে কমান্ডো মহড়া
এটা কোনো যুদ্ধের মহড়া নয়। বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের নিরাপত্তা দিতে গতকাল মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর কমান্ডো মহড়া —বাংলাদেশ প্রতিদিন

আশ্বিনের মেঘাচ্ছন্ন আকাশ ভেদ করে সবে সূর্যটা উঁকি দিয়েছে মিরপুরের আকাশে। তখনও বৃষ্টির ভাবটা যায়নি। স্টেডিয়ামের আশেপাশের এলাকা বৃষ্টির পানিতে ভিজে আছে। স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে আমজনতা ইতিউঁতি করছে। ফাঁক-ফোকর গলিয়ে স্টেডিয়ামের ভিতরটা দেখার প্রাণান্তকর চেষ্টা। নিশ্ছিদ্র নিরাপত্তায় যখন স্টেডিয়াম,  তখনই মিরপুরের আকাশকে ভড়কে একাডেমি মাঠে নামল সাদা রঙের হেলিকপ্টার। তাতে চড়ে নামল বাংলাদেশ সেনাবাহিনীর এক প্লাটুন প্যারাট্রুপার। নেমেই ক্ষান্ত হননি সেনাবাহিনীর সশস্ত্র জওয়ানরা, সঙ্গীন হাতে স্টেডিয়ামে ঢুকে ক্রিকেটারদের নিরাপত্তা দিতে মহড়া দেন মাঠ, গ্যালারি ও সাজঘরে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম ক্রিকেটারদের নিরাপত্তা দিতে মাঠে নামল সেনাবাহিনী। নিরাপত্তাহীনতার অজুহাতে গত অক্টোবরে বাংলাদেশে সফর করেনি অস্ট্রেলিয়া। একই অজুহাতে এবারও ভেস্তে যেতে বসেছিল ইংল্যান্ডের বাংলাদেশ সফর। ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গিদের হামলায় অন্ধকারে ঢাকা পড়েছিল সফরের ভবিষ্যৎ। কিন্তু বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের ঐকান্তিক চেষ্টায় তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়। জস বাটলার, মঈন আলীদের এমন নিরাপত্তা দেওয়া হচ্ছে, যা কল্পনাতীত। ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হচ্ছে। ইংলিশ ক্রিকেটারদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে দুটি বাস। যার সামনে ও পেছনে থাকছে পুলিশ ও র‌্যাব। এমন নিরাপত্তা এর আগে দেওয়া হয়নি কোনো ক্রিকেট দলকে। পরিদর্শক দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই গতকাল সকালে সেনাবাহিনীর প্যারাট্রুপার কমান্ডো বাহিনী মহড়া দেয় স্টেডিয়ামের ভিতর।


আপনার মন্তব্য