শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

টিকিটের জন্য হাহাকার

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে ‘মিল্ক ভিটা’ রোডটি বন্ধ। নিরাপত্তার কারণেই প্রশিকা মোড় থেকে মিরপুর ১০ নম্বর বাস স্টপেজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। গতকাল বিকালে দেখা যায়, এই রোডে হাজারো মানুষ। তাদের অধিকাংশের মুখে একটাই কথা, ‘টিকিট চাই।’ অ্যাক্রিডিটেশন কার্ডধারী কেউ গেট থেকে বের হলেও তাদের কাছে অপরিচিতরা টিকিটের জন্য নানাভাবে আবদার করছে। ইংল্যান্ড ও বাংলাদেশ ম্যাচের টিকিট যেন সোনার হরিণ! অথচ আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে অনেকটা সহজেই টিকিট পাওয়া যেত। কিন্তু এই সিরিজে টিকিটের চাহিদা আকাশচুম্বী। আফগানিস্তান সিরিজের মতো এই সিরিজেও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ‘সহজ ডট কম’। কিন্তু অনেকের অভিযোগ, সহজ ডট কমে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই নাকি সব উধাও হয়ে যায়। যারা ক্রিকেট পাননি তাদের ভরসা, ম্যাচের দিন ইনডোর স্টেডিয়ামে যদি পাওয়া যায় কোনোভাবে। টিকিট নিয়ে হাহাকারের কথা ছিল না। বিসিবি থেকে বলা হয়েছিল এবার সাধারণ দর্শকরা সহজভাবেই টিকিট ক্রয় করতে পারবে। এ জন্য অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। গতকাল আবার বিসিবির একজন পরিচালক বললেন, নিরাপত্তার কারণে আমরা গ্যালারিতে স্বল্প সংখ্যক ছাড়ব। বাস্তবে কি তাই দেখা যাবে। কেননা, অনেক দিন পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। এক্ষেত্রে কর্মকর্তারা স্বজনপ্রীতি আশ্রয় কী নেবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর