শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

তিন মিনিটেই গোলরক্ষক বদল!

ক্রীড়া ডেস্ক

প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচে একটা দল বদল করতে পারে সর্বোচ্চ তিন খেলোয়াড়। খুব বড় সমস্যা না হলে সাধারণত বদল হয় না গোলরক্ষক। অধিকাংশ সময়ে দেখা যায় চোটের কারণে পাল্টানো হয় গোলরক্ষক। ব্র্যাডফোর্ড সিটি বারির ম্যাচে এমন কিছুই ঘটেনি, এরপরও কিনা ম্যাচে ঘড়ির তৃতীয় মিনিটে পাল্টানো হলো গোলরক্ষককে। আসলে ইংলিশ ফুটবল লিগ ট্রফির নিয়ম মানতেই এমনি করেছে ব্র্যাডফোর্ড।  ম্যাচেই তৃতীয় মিনিটে হাসিমুখে বেরিয়ে আসছেন গোলরক্ষক কোলিন  ডোয়েন। তার বদলে মাঠে নামতে যাচ্ছেন রোডেন স্যাটেনমোর। ম্যাচ শুরুর সময় ফুটবলে এমন দৃশ্য সাধারণত দেখা যায়নি। তবে ব্র্যাডফোর্ডের শুরু করে দেওয়া এই পথ এখন অন্যদলগুলোও বেছে নিতে পারে। কারণ এই প্রতিযোগিতার নিয়ম হয়েছে নতুন নিয়ম। লিগ ওয়ান ও লিগ টু থেকে খেলা দলগুলোর প্রথম একাদশের অন্তত পাঁচ খেলোয়াড়ের মাঠে নামা বাধ্যতামূলক। এই নিয়ম ঠিক রাখতেই ডোয়েনকে মাঠে নামিয়ে দিয়েছিল ব্র্যাডফোর্ড। কারণ লিগের আগের ম্যাচে তিনি ছিলেন সেরা একাদশে। মিনিট তিনেকের মধ্যে তাকে উঠিয়ে নিয়ম মানার সঙ্গে নিজেদের কাজটাও সেরে নেন ইংলিশ ক্লাবটি।

সর্বশেষ খবর