শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ব্রাজিলের জয় আর্জেন্টিনার ড্র

ক্রীড়া ডেস্ক

নেইমারের দুরন্ত ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন অঞ্চলের ম্যাচে বিশাল জয় পেয়েছে। সিলেকাওরা ৫-০ গোলে নিজেদের মাটিতে উড়িয়ে দিয়েছেন বলিভিয়াকে। নেইমার ছাড়াও ম্যাচে ১টি করে গোল করেন কোটিনহো, ফিলিপ লুইস, গ্যাব্রিয়েল জেসাস ও ফিরমিনো। নেইমার ম্যাচে দারুণ খেললেও ভক্তদের জন্য দুঃসংবাদ রয়েছে। বলিভিয়ার ইয়াসমানি ডাকের কনুইয়ের আঘাতে মাঠেই রক্তাক্ত হয়েছেন নেইমার। ভয়ঙ্কর এ আঘাতের পর রক্তাক্ত নেইমার মাঠে গড়িয়ে পড়েন। এদিকে মেসিহীন আর্জেন্টিনা গতকাল পেরুর মাঠে ২-২ গোলে ড্র করেছে। ফিউনস মোরির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টাইনরা। ৭৭ মিনিটে হিগুয়েনের গোলেও জয়ের পথে ছুটছিলেন আলবেসিলেস্তরা। তবে গুয়েরেরো এবং কুয়েভার গোলে আর্জেন্টাইনদের রুখে দেয় পেরু। ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেয়েছে শীর্ষে থাকা উরুগুয়েও। তারা নিজেদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দেয় ভেনেজুয়েলাকে। কাভানি ২টি গোল করেন। এ ছাড়াও ১টি গোল করেন লডেইরো। কারডোনার একমাত্র গোলে কলম্বিয়া ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়েকে। ফেবারিটরা জিতলেও হেরে গেছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। তারা ইকুয়েডরের মাটিতে ৩-০ গোলের পরাজয় স্বীকার করেছে। ইকুয়েডরের পক্ষে গোল করেছেন অ্যান্টোনিও ভ্যালেনসিয়া, রামিরেজ ও কাইসেডো। ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ৯ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে উরুগুয়ে। সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে ইকুয়েডর, কলম্বিয়া ও আর্জেন্টিনা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইকুয়েডর ৩, কলম্বিয়া ৪ ও আর্জেন্টিনা ৫ নম্বরে অবস্থান করছে। সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলতে হলে আর্জেন্টিনাকে সেরা ৪-এ থাকতেই হবে।

সর্বশেষ খবর