রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রোনালদোর গোল উৎসব

ক্রীড়া ডেস্ক

রোনালদোর গোল উৎসব

লুইস ফিগো, ইউসেবিও, পলেতাদের ছাড়িয়েছেন বহু আগেই। পর্তুগালের তো বটেই ফুটবল ইতিহাসেরই তিনি এখন অন্যতম তারকা ফুটবলার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদো নাম লিখিয়েছেন কিংবদন্তিদের সারিতেও। তবে তার দুরন্ত গতি থামছেই না। তিনি এগিয়ে যাচ্ছেন প্রতিক্ষণে। ছাড়িয়ে চলেছেন নিজেকেই। গত শুক্রবার রাশিয়া বিশ্বকাপ ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে রোনালদোর অবিশ্বাস্য চার গোলে অ্যান্ডোরাকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। এ জয়ে প্রথম ম্যাচে পরাজয়ের দুঃখ কিছুটা হলেও ভুলল পর্তুগাল। যদিও বি গ্রুপে এখনো পয়েন্ট তালিকার তিনেই রয়ে গেছে তারা। সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। রানার্সআপ হলে খেলতে হবে প্লে-অফ রাউন্ড। দেখা যাক, রোনালদো তার দলকে শেষ পর্যন্ত কতদূর নিয়ে যেতে পারেন!

গত শুক্রবার রোনালদো যেন দুর্বল দল অ্যান্ডোরার জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিলেন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত (২, ৪, ৪৭ ও ৬৮) গোলের বন্যা ছুটিয়ে দেন তিনি। রোনালদো ছাড়াও পর্তুগালের পক্ষে গোল করেছেন হুয়াও ক্যান্সেলো এবং আন্দ্রে সিলভা। ইনজুরিতে ছিলেন রোনালদো। এ কারণে বাছাই পর্বে পর্তুগালের হয়ে মাঠে নামতে পারেননি। তবে ফিরেই নিজেকে দুরন্ত হিসেবে আরও একবার প্রমাণ করলেন এ রিয়াল মাদ্রিদ তারকা। আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে ৬৫ গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে সর্বোচ্চ গোলের মাইলফলকটা আকাশের উচ্চতায়ই যেন নিয়ে যেতে চান তিনি। এদিকে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারাতেই রয়েছে বেলজিয়াম। তারা গত শুক্রবার ৪-০ গোলে হারিয়েছে বসনিয়াকে। দলের পক্ষে গোল করেছেন স্প্যাহিক, হ্যাজার্ড, এল্ডারউইরেল্ড এবং লুকাকো। এইচ গ্রুপে জয় পেয়েছে গ্রিকরা। তারা ২-০ গোলে হারিয়েছে সাইপ্রাসকে। এস্তোনিয়ার কাছে ৪-০ গোলের পরাজয় স্বীকার করেছে জিব্রাল্টার। জয় পেয়েছে গত ইউরো কাপের ফাইনালিস্ট ফ্রান্সও। তারা ৪-১ গোলে হারিয়েছে বুলগেরিয়াকে। ফ্রান্সের পক্ষে দুটি গোল করেছেন গ্যামেরিও। এছাড়াও একটি করে গোল করেছেন পায়েত ও গ্রিজম্যান। এ জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে এ গ্রুপে দুই নম্বরে রয়েছে ফরাসিরা। এই গ্রুপে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। ডাচরা গত শুক্রবার ৪-১ গোলে হারিয়েছে বেলারুশকে। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে এছাড়াও হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। সুইডেন ১-০ গোলে জিতেছে লুক্সেমবার্গের বিপক্ষে। ফারো আইল্যান্ড ২-০ গোলে হারিয়েছে লাটভিয়াকে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর