Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ অক্টোবর, ২০১৬ ২৩:২৩
‘মাঠে আমরা ভুল করিনি’
সংবাদ সম্মেলনে মাশরাফি
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
‘মাঠে আমরা ভুল করিনি’

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বাটলারের উইকেট নেওয়ার পর উদযাপনে কোনো ভুল দেখছেন না টাইগারদের কাণ্ডারি মাশরাফি বিন মর্তুজা। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন তিনি। ওই ঘটনা নিয়ে মাশরাফি বলেন, ‘আমরা উইকেট পাওয়ার পর স্রেফ সেলিব্রেট করেছিলাম। এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত। সব দলই উইকেট পেলে উদযাপন করে। তবে ম্যাচ রেফারি হয়তো ভেবেছেন আমাদের উদযাপন কোড অব কন্ডাক্টের বাইরে গেছে। যদিও আমরা সেটা বোঝাতে চাইনি।’

ওই ঘটনার দেশে-বিদেশে অনেক বিতর্কের ঝড় ওঠেছে। ব্রিটিশ মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। তাতে দোষী করা হচ্ছে টাইগারদের। এমন পরিস্থিতি ইংলিশদের ‘সরি’ বলা হবে কি না? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমরা তো কোনো ভুল করিনি। তাই সরি বলারও কিছু নেই। আমরা স্রেফ উদযাপন করেছে। আমাদের দুঃখ প্রকাশের কিছু নেই। যা হয়েছে, ম্যাচ রেফারি দেখেছেন। এ বিষয়ে সিদ্ধান্তও নিয়েছেন। জরিমানা হয়েছে উদযাপনটা আইসিসির আচরণবিধির বাইরে হওয়ায়।’ ইংলিশ অধিনায়কের উইকেট পতনের পর উল্লাসে মেতে ওঠে টাইগাররা। সে সময় বিতর্কে জড়িয়ে পড়েন বাটলার ও বাংলাদেশি খেলোয়াড়রা। ম্যাচ শেষে দুদলের ক্রিকেটারদের করমর্দনের সময়ও দেখা যায় এর জের। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি, ব্যাটসম্যান সাব্বির রহমান ও ইংলিশ অধিনায়ক বাটলারকে তলব করেন ম্যাচ রেফারি। শুনানি শেষে মাশরাফি ও সাব্বিরকে জরিমানা এবং বাটলারকে সতর্ক করা হয়। আইসিসির আচরণবিধির বাইরে উদযাপন বিষয়ে তিনি বলেন, ‘আইসিসির কোড অব কন্ডাক্টের বাইরে থেকে আমরা উদযাপন করেছি। মাঠে ওই রকম উত্তেজনাপূর্ণ সময়ে অনেকেই এভাবে উল্লাস করে। আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন জিতেছি, তখন এভাবে উদযাপন করেছে। তবে তখন এ ধরনের আইন ছিল না। এটি আইসিসির নতুন ধারা বলে শাস্তি পেতে হয়েছে।’

এই পাতার আরো খবর
up-arrow