বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

৮ সেকেন্ডেই গোল

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়লেন বেলজিয়াম তারকা ক্রিস্টিয়ান বেনটেকে। বিবিসির তথ্যমতে, ম্যাচ শুরুর মাত্র ৮ সেকেন্ডেই গোল করেন ক্রিস্টিয়ান। এর আগে ১৯৯৩ সালে ৮.৩ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েছিলেন স্যান মেরিনোর ডেভিড গুয়ালতিয়ের। বেনটেকের হ্যাটট্রিক গত সোমবার বিশ্বকাপ বাছাইপর্বে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জিব্রাল্টারকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম। অবশ্য সমান পয়েন্ট নিয়ে একই গ্রুপে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে গ্রিস। এদিকে তিন দিনের ব্যবধানে প্রতিপক্ষের জালে আবারও গোল উৎসব করেছে পর্তুগাল। আন্দ্রে সিলভার দুর্দান্ত হ্যাটট্রিকে ফারো আইল্যান্ডসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পক্ষে বাকি গোল তিনটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো, হুয়াও মটিনহো ও হুয়াও কানসেলো। সুইজারল্যান্ডের কাছে হেরে বাছাইপর্ব শুরু করেছিল পর্তুগাল। তবে টানা দুই জয়ে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা বাড়িয়ে নিয়েছে পর্তুগিজরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর