শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শেখ রাসেল স্কুল টেবিল টেনিসের পর্দা উঠছে ১৮ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল স্কুল টেবিল টেনিসের পর্দা উঠছে ১৮ অক্টোবর

বসুন্ধরা সিমেন্টের লোগোসংবলিত শেখ রাসেল টেবিল টেনিস প্রতিযোগিতার টি-শার্ট গতকাল উন্মোচন করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, গোলাম রব্বানী হেলালসহ অন্যরা উপস্থিত ছিলেন —বাংলাদেশ প্রতিদিন

১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন। দিনটি পালনের লক্ষ্যে বেশকিছু কর্মসূচি নিয়েছে দেশের জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র। ১৮ অক্টোবর পল্টনে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠছে শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার। গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের সভাপতিত্বে এক সভায় টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়। ২১ অক্টোবর প্রতিযোগিতা শেষ হবে। দেশের শতাধিক স্কুলের ৩০০ ছেলেমেয়ে এতে অংশ নেবে। বালক দলগত, বালিকা দলগত, বালক একক সাব-জুনিয়র, বালিকা একক সাব-জুনিয়র, বালক একক জুনিয়র ও বালিকা একক জুনিয়র ইভেন্ট টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লাব চেয়ারম্যান গতকাল বসুন্ধরা সিমেন্টের লোগোসংবলিত টুর্নামেন্টের টি-শার্টও উন্মোচন করেন।

সভায় পেশাদার ফুটবল লিগে শেখ রাসেলের পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়। ক্লাব চেয়ারম্যান সায়েম সোবহান বলেন, দল যেন ভালো খেলে সেদিকে নজর দিতে হবে। সভায় সিনিয়র সহ-সভাপতি মীর সমীর, ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আখন্দ লাভলু, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, জাতীয় দলের সাবেক নন্দিত ফুটবলার গোলাম রব্বানী হেলাল, পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম, মাকসুদুর রহমানসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর