Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ অক্টোবর, ২০১৬ ২৩:৪৭
বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন নেইমার
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন নেইমার

২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। নিজ দেশে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর পাঁচবারের বিশ্বজয়ীদের সময়টা খারাপ যাচ্ছিল। কোনো টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে পারছিল না। কোচ দুঙ্গাকে বরখাস্ত করা হয়। কোপা আমেরিকা কাপে ব্যর্থতার পর দুঙ্গাকে বদল করে কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় তিতে’র হাতে। তিনি যখন দায়িত্ব নেন বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলের অবস্থা মজবুত ছিল না।

এখন অন্য এক ব্রাজিলকে দেখা যাচ্ছে। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে অবস্থান করছে। কোচ তিতে’র ভূয়সী প্রশংসা করছেন নেইমারও। তিনি বলেন, ‘তিতে দায়িত্ব নেওয়ার পর দলের চেহারা পুরোপুরি পাল্টে গেছে। হতাশা কাটাতে এমন একজন যোগ্য কোচেরই প্রয়োজন ছিল। তিতে’র সবকিছু এত গোছানো, পরিকল্পিত। আমার দেখা সেরা কোচের একজন।’

ব্রাজিলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী নেইমার। ‘তিতে’র অধীন কাজ করাটা দারুণ কিছু। আমি নিশ্চিত আমরা রাশিয়া বিশ্বকাপে খেলব। শুধু তাই নয়, এখনই আমি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছি। তবে স্বপ্ন দেখলেই চলবে না, আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’

ব্রাজিলের পরবর্তী ম্যাচ ১০ নভেম্বর। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এ ম্যাচে ইনজুরিতে থাকা মেসির ফেরার সম্ভাবনা রয়েছে। নেইমারও খেলবেন। বাছাই পর্বে আর্জেন্টিনার অবস্থান পাঁচে। ম্যাচটি হবে ব্রাজিলের মাঠে। সব মিলিয়ে সামনে কঠিন পরীক্ষা আর্জেন্টিনার। এ ম্যাচ ঘিরে দুই দল এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। নেইমার বলেন, ‘আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ, তবে জেতার ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী।’

এই পাতার আরো খবর
up-arrow