রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শীর্ষে উঠে এলো চট্টগ্রাম আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

শীর্ষে উঠে এলো চট্টগ্রাম আবাহনী

জাহিদকে ঘিরে সতীর্থদের উল্লাস —বাংলাদেশ প্রতিদিন

শীর্ষে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে দ্বিতীয় স্থানে উঠে এলো ঢাকা আবাহনী। পেশাদার লিগে গতকাল দুই আবাহনী জেতায় পয়েন্ট টেবিলে আপাতত এ অবস্থা দাঁড়িয়েছে। বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-১ গোলে মুক্তিযোদ্ধাকে পরাজিত করে। শুরুতেই জাহিদের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে মুক্তিযোদ্ধা। ৫২ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ মুসা প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে ম্যাচে সমতা ফেরান। ৫৯ মিনিটে পুনরায় জাহিদ গোল করে আবাহনীকে এগিয়ে রাখেন। শেষ মুহূর্তে হাইতিয়ান লিওনেল জালে বল পাঠালে চট্টগ্রাম আবাহনীর জয় নিশ্চিত হয়। এ জয়ে চট্টগ্রামের দলটি ১০ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করল। অন্যদিকে মুক্তিযোদ্ধার ১৫।

সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে ঢাকা আবাহনী ৩-১ গোলে উত্তর বারিধারাকে হারিয়ে দেয়। ১৫ মিনিটে সানডের গোলে এগিয়ে যায় আবাহনী। ৩৬ মিনিটে লি টাকের ক্রসে সানডের হেড প্রতিপক্ষের গোলরক্ষক ফেরালেও ফিরতি শটে তিনি জালে বল পাঠান। দলের শেষ গোলটি করেন লি টাক। শেষ মুহূর্তে বারিধারার পক্ষে সান্ত্বনাসূচক গোলটি দেন ফয়সাল। এ জয়ে ১০ ম্যাচে ঢাকা আবাহনীর সংগ্রহ ২০।

সর্বশেষ খবর