রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
প্রধান কোচ হাতুরাসিংহে

লম্বা বিরতির পর টেস্ট খেলাটা কঠিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইংল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের টেস্ট জয়ের সম্ভাবনা দেখছেন না জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরাসিংহে। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে যদি টেস্ট জয় করে তা ‘বোনাস’ বলেও মন্তব্য করেছেন। বাংলাদেশের দুর্বল বোলিং অ্যাটাকের প্রেক্ষিতে গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের সময় এমন মন্তব্য করেন হাতুরাসিংহে। তিনি বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় ইনজুরিতে রয়েছে। যারা সুস্থ রয়েছে লম্বা সময় দীর্ঘ পরিসরের ম্যাচ না খেলায় অনেকেই ছন্দ হারিয়ে ফেলেছে। এ সময়ে আমাদের পেসাররা ঠিক কোন পর্যায়ে আছে তা আমাদের কাছে ধারণা নেই। এ অবস্থা থেকে যদি ম্যাচ জিতি তা হবে বোনাস।’ তামিমের সঙ্গে ইমরুলের উদ্বোধনী জুটি। এরপর মুমিনুল, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহকে নিয়ে শক্তিশালী ব্যাটিং অর্ডার। তাই টেস্ট ভালো কিছু করতে ব্যাটসম্যানদের উপরই নির্ভর করছেন কোচ। তিনি বলেন, ‘আমার যা নেই তা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। আমাদের যা আছে তার সর্বোচ্চ ব্যবহারের কথাই ভাবছি আমি। তবে আপনার যা (বোলিং) আছে তা দিয়েই চালিয়ে নিতে পারেন, আর আমরা তা করার কথাই ভাবছি।’ জাতীয় দলের পাইপ লাইন হিসেবে গণ্য করা হয় ‘এ’ দলকে। কিন্তু বেশির ভাগ সময় লম্বা বিরতিতে সিরিজ খেলতে হয় দেশের দ্বিতীয় সেরা এ দলটিকে। জাতীয় দলের খেলোয়াড়রা প্রথম শ্রেণির খুব একটা না খেলায় তরুণ খেলোয়াড়দের জাতীয় লিগে সত্যিকারের পরীক্ষায় পড়ে না। এ নিয়ে দারুণ হতাশ হাতুরাসিংহে। তিনি বলেন, ‘ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে দেখে নেওয়া উচিত। কিন্তু সে কাজ ঠিকঠাকভাবে হয় না। আমরা খেলোয়াড়দের নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পরখ করতে পারি না। এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার।’ ইনজুরিতে পড়ে দলে নেই সর্বশেষ সিরিজ খেলা মুস্তাফিজ ও শহীদ।  ঘরোয়া ক্রিকেট নিয়মিত না খেলায় এবার দলে থাকাও এক প্রকার নিশ্চিত নয় জুবায়ের হোসেনের। দারুণ শুরু করে ক্যারিয়ার শুরু করা জুবায়ের নিয়ে কোচ বলেন, ‘দারুণ স্কিল ছিল ওর। ক্যারিয়ার শুরুতে ৫ উইকেট নিয়েছিল। ভারতের বিরুদ্ধে ভালো খেলেছে। সে যে ভাবে শুরু করেছে তা ধরে রাখতে পারেনি। ওর পেছনে যে সময় ও শক্তি ব্যয় হয়েছে, সে অনুযায়ী ফল পাওয়া যায়নি। এটি খুবই হতাশাজনক।’

সর্বশেষ খবর