রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এবার বোল্টের বিদায়ের পালা

ক্রীড়া ডেস্ক

এবার বোল্টের বিদায়ের পালা

এবার আর গুঞ্জন নয়। অবসর নেওয়ার ঘোষণা নিজেই দিয়েছেন উসাইন বোল্ট। জ্যামাইকান তারকা বললেন, সামনের বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর ট্র্যাক থেকে সরে দাঁড়াবেন। বজ  বিদ্যুতের ঝলকানিতে গড়েছেন একের পর এক বিশ্ব রেকর্ড। রিও অলিম্পিকেও ঝলক দেখিয়ে সোনা জিতেছেন প্রতিদ্বন্দ্বিতা করা তিন ইভেন্টেই। সামনের বছর লন্ডনে বসছে অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আগস্টে ওই আসরেই শেষ বারের মতো ট্র্যাকে দৌড়াবেন বোল্ট। তাই জুনের রেনারস গ্রাঁ প্রিতে ঘরের ট্র্যাকে শেষ বারের মতো নামবেন। অলিম্পিক থেকে ৯ সোনা জেতা বিশ্বের দ্রুততম মানবের বয়স পেরিয়ে গেছে ৩০ বছর। সামনের অলিম্পিকে পারফরম্যান্স ধরে রাখা যাবে না তা ভালোভাবেই উপলব্ধি করছেন বোল্ট।  তাই অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন।ঘরের মাঠে প্রতিযোগিতার দুই মাস পর লন্ডনে বসবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। ৫ থেকে ১৩ আগস্টের প্রতিযোগিতার পর ট্র্যাক অ্যান্ডকে বিদায় জানানোর ঘোষণা দিলেন বোল্ট। বললেন লন্ডনেই আমি ক্যারিয়ারে শেষবারের মতো দৌড়াব।

সর্বশেষ খবর