রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হচ্ছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ছয় দিনব্যাপী অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে দেশের ২৪টি জনপ্রিয় মিডিয়া হাউজ ৮টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। সকাল ১০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম খেলায় গ্রুপ সি’তে মুখোমুখি হবে এটিএন নিউজ ও বিডি নিউজ২৪ ডটকম। একই সময়ে অপর ম্যাচে গ্রুপ জি’তে খেলবে বাংলা ট্রিবিউন ও দ্য ডেইলি স্টার। এরপর বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এমপি। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চ্যানেল আই ও সংবাদ প্রতিদিন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দল ৩০ হাজার টাকা ও ট্রফি পাবে। প্রতিটি দল ইচ্ছা করলে একজন পেশাদার ক্রিকেটারকে দলে নিতে পারবেন। প্রতিটি দলের সদস্য সংখ্যা হবে ১০ জনের। মাঠে খেলবেন ৭ জন আর প্রতিটি দলের ইনিংস হবে ৬ ওভারের। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দিন তারেক, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শামীম, পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, অপারেটিং ডিরেক্টর উদয় হাকীম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কামাল হোসেন বাবলু ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়াসহ অন্যরা।

সর্বশেষ খবর