সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অ্যান্ডি মারে চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

অ্যান্ডি মারে চ্যাম্পিয়ন

ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের জন্য বছরটা স্মরণীয় হয়েই থাকবে। অনেক কিছুই জিতেছেন তিনি এই বছরে। অলিম্পিক সোনা, গ্র্যান্ডস্লাম এবং অন্যান্য ট্রফি। রিও অলিম্পিকে অলিম্পিক সোনা জয়ের পরই অ্যান্ডি মারে ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে নিজের নাম লিখিয়েছিলেন। টানা দুটো অলিম্পিকে সোনা জয় সহজ কাজ ছিল না। এ ছাড়াও চলতি বছর তিনি তিনটা গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলেছেন। এর মধ্যে অবশ্য জিতেছেন মাত্র একটা। উইম্বলডনে তিনি কানাডার মিলোস রাউনিচকে হারিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়া ও ফ্রেঞ্চ ওপেনে নোভাক জকোভিচের কাছে হেরেছেন তিনি। দুটো গ্র্যান্ডস্লাম ফাইনাল হারার পরও অ্যান্ডি মারে বছরটাকে সফল বলতেই পারেন। এটিপি মাস্টার্সের দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ট্রফি জিতেছেন তিনি। ইতালিয়ান ওপেনের ফাইনালে হারিয়েছেন নোভাক জকোভিচকে। গতকাল সাংহাই মাস্টার্সের ফাইনালে স্পেনের রবার্তোকে ৭-৬ (৭/১), ৬-১ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ব্রিটিশ এ তারকা চলতি বছরে জয় করেছেন কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ এবং চীনা ওপেন। ফাইনাল খেলেছেন মাদ্রিদ ওপেন এবং সিনসিনাত্তি মাস্টার্সেও। অ্যান্ডি মারের জন্য সত্যিই বছরটা ঐতিহাসিক হয়ে থাকল। ১০টা ফাইনাল খেলে ৬টা ট্রফি জেতা কোনো সাধারণ ঘটনা নয়। অ্যান্ডি মারে এটাই করে দেখিয়েছেন চলতি বছরে।

সর্বশেষ খবর