মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
পেশাদার ফুটবল লিগ

লড়াই চ্যাম্পিয়ন রানার্সআপের

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল ও শেখ জামাল মুখোমুখি আজ। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল আর রানার্সআপ শেখ রাসেল। চ্যাম্পিয়ন-রানার্সআপের লড়াই নি:সন্দেহে হাইভোল্টেজ ম্যাচ। কে জিতবে এই ম্যাচে? শেখ জামাল থেকে এবার অনেক তারকা খেলোয়াড় বের হয়ে গেছে। তবু তারা চ্যাম্পিয়ন ফাইটে আছে। শেষ ম্যাচে ঢাকা মোহামেডানের কাছে হারলেও ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। অন্যদিকে ১০ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ৫। শক্তিশালী দল নিয়ে এই অবস্থান বিস্ময়ই বলা যায়। তারপরও শক্তির বিচারে আজকের ম্যাচে শেখ রাসেলকেই ফেবারিট বলা যায়। জিততে পারলে এমিলিরা দ্বিতীয় পর্বে নতুন উদ্যমে খেলতে পারবে। কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, আগের ম্যাচে মোহামেডানের কাছে হারলেও শেখ জামাল তরুণদের নিয়ে ভালো খেলছে। বিশেষ করে তাদের বিদেশি ফুটবলার ওয়েডসন, ডার্লিংটন ও ল্যান্ডিয়ের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ওরা ম্যাচ বের করে আনার ক্ষমতা রাখে। জিততে হলে আমার ছেলেদের মাঠে জ্বলে উঠতে হবে। ডিফেন্স, মিডফিল্ড, অফেন্স সবপজিশনে সক্রিয় থাকতে হবে। এমন না যে আমার দল খারাপ খেলছে। প্রচুর গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারছে না। আর নিজেদের ভুলে গোল খাচ্ছি। এরচেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। আমি বলব শেখ জামালের বিপক্ষে আমাদের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। পুরো দ্বিতীয় পর্ব পড়ে আছে। মরণ কামড় দিয়ে খেলতে হবে। আমি বিশ্বাস করি এই ম্যাচ জিততে পারলে দ্বিতীয় পর্বে আমরা নতুন উদ্যমে খেলতে পারব। জয় ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই।

টানা দুইবারের লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। এবারও তারা হ্যাটট্রিকের রেকর্ড গড়তে চায়। সেই সম্ভাবনা এখনো আছে। তারা আজ হেরে গেলে শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়বে। তাই নিজেদের অবস্থান ধরে রাখতে শেখ জামালও জয়ের জন্য জান-প্রাণ দিয়ে লড়বে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটি উপভোগ্য হয়ে উঠতে পারে। এদিকে দিনের প্রথম ম্যাচে মোহামেডান-উত্তর বারিধারা মুখোমুখি হবে। দুটো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।

সর্বশেষ খবর