Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ অক্টোবর, ২০১৬ ২২:৫৩
রিয়ালের সামনে সহজ প্রতিপক্ষ
ক্রীড়া ডেস্ক

জিনেদিন জিদান বেশ চাপের মুখেই ছিলেন। একে একে টানা চারটা ম্যাচ ড্র। রিয়াল মাদ্রিদের মতো দলের ভক্তদের জন্য বিষয়টা সহ্যের সীমানার বাইরে যাওয়ার মতোই ঘটনা। সাবেক ফরাসি তারকাও বেশ বুঝতে পারছিলেন। তবে তিনি শিষ্যদের উপর আস্থা রাখছিলেন। রিয়াল মাদ্রিদ কোচের সেই আস্থার প্রতিদানই দিল লা লিগায় দুর্দান্ত জয়ে। এইতো গেল ম্যাচে তারা রিয়াল বেটিসকে উড়িয়ে দিল ৬-১ গোলে। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ এক জয়ের আশা করছেন কোচ জিদান। অবশ্য এবারের শিকার আরও সহজ। পোলিশ ক্লাব লিগা ওয়ারশ’র মুখোমুখি হচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে এফ গ্রুপে শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। তবে এই গ্রুপে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের সংগ্রহও চার পয়েন্ট। বরং গোল ব্যবধানেও অনেকদূর এগিয়ে আছে জার্মানরা। আজ রিয়াল মাদ্রিদের এগিয়ে যাওয়ার পালা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে জুভেন্টাসও। ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আজ ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও। ইংলিশ চ্যাম্পিয়ন লিস্টার সিটি মুখোমুখি হচ্ছে ড্যানিশ ক্লাব কোপেনহেগেনের।

এই পাতার আরো খবর
up-arrow