বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

উইকেটের ওপর নির্ভর করবে টেস্টের ভাগ্য

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

উইকেটের ওপর নির্ভর করবে টেস্টের ভাগ্য

সাকিব

এক বছর পর টেস্টে মাঠে নামছে টাইগাররা। এমন কী কতদিন আগে সাদা পোশাকে মাঠে নেমেছেন তা জানা নেই টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাবিক আল হাসানের। দীর্ঘদিন পর সাদা পোশাকে মাঠে নামার বিষয়ে সাকিব বলেন, ‘মাঠে নামলে বুঝা যাবে আত্মবিশ্বাস কোনো লেভেলে আছে। এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার। আমরা যেহেতু অনেকদিন টেস্ট ম্যাচ খেলি নাই। আর লংগার ভার্সন কবে খেলছি আমার মনে নেই। সো ডিফিকাল্ট। দেখা যাক কি হয়। চেষ্টা করছি ওই রকম মাইন্ড সেটটা তৈরি করার। খুব বেশি প্রস্তুতির কিছু নেই। মানসিক দিক থেকে যত  বেশি ঠিক থাকা যাবে, টেস্ট ম্যাচ খেলতে সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ওয়ানডে-ই তো খেললাম প্রায় এক বছর পরে। অ্যাডজাস্ট করতে সময় লাগছে। এখন টেস্ট ম্যাচ। আসলে বলা মুশকিল, অনেকক্ষণ ধরে ব্যাটিং করা, অনেকক্ষণ ধরে বোলিং করা। আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ। শুধু এবার নয়, এর আগেও তিন বার দীর্ঘ বিরতির পর টেস্ট খেলেছেন বাংলাদেশ। দীর্ঘ বিরতিতে খেলতে গিয়ে বেকায়দায় পড়তে হয় ক্রিকেটারদের। এ বিষয়ে সাকিব বলেন, টেস্ট খেলছি ১০ বছর। যার মধ্যে দীর্ঘ বিরতিতে খেললাম তিনবার। তিন বছর তো খেলাই হয়নি। অনেকদিন না খেললে টেস্টে নতুন নতুন লাগে। অনেক দিন না খেললে একটা গ্যাপ তৈরি হয়। আশা করি প্রস্তুতিটা ভালোভাবে শেষ করতে পারব। মাঝে রয়েছে আরও একদিন। টেস্টে আসলে কি হবে তা নির্ভর করছে উইকেটের ওপর।

সর্বশেষ খবর