Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৯ অক্টোবর, ২০১৬ ২৩:১১
মেসিকে চান গার্ডিওলা
ক্রীড়া ডেস্ক
মেসিকে চান গার্ডিওলা

দিন কয়েক আগে লিওনেল মেসি বার্সেলোনাকে সাফ জানিয়ে দিয়েছেন, পরবর্তী চুক্তিতে এমন শর্ত রাখতে হবে যাতে ইচ্ছে হলেই তিনি অন্য কোনো ঠিকানা খুঁজে নিতে পারেন। মেসির এমন বক্তব্যের পরই বিশ্ব জুড়ে আলোচনা শুরু হয়েছে, সম্ভবত লিওনেল মেসি এবার বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন। এমন ইঙ্গিত পাবার পর মেসিকে কাছে পাওয়ার সবচেয়ে যুক্তিসঙ্গত দাবি তুলতে পারেন পেপ গার্ডিওলাই। অবশ্য তিনি অনেক আগেই জানিয়েছিলেন, বার্সেলোনার কাউকে নিজের প্রভাব দিয়ে কাছে টানবেন না। তবে কেউ যদি আসতে চায়, তাহলে তাকে সাদরে অভ্যর্থনা জানাবেন গার্ডিওলা। সেক্ষেত্রে মেসিকে কাছে পেলে আরও একবার পেপ গার্ডিওলার বিশ্বজয়ী একটা ক্লাব গড়ে তুলতে পারেন।

এই পাতার আরো খবর
up-arrow