বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ফাইনালে বিকেএসপি-কোয়ান্টাম

শেখ রাসেল স্কুল টি টি

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে বিকেএসপি-কোয়ান্টাম

শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেওয়া বান্দরবান কোয়ান্টাম কসমো স্কুলের প্রতিযোগীরা —বাংলাদেশ প্রতিদিন

শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার বালক দলগত বিভাগে ফাইনালে উঠেছে বিকেএসপি ও বান্দরবান কোয়ান্টাম কসমো স্কুল। গতকাল শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই সেমিফাইনালে বিকেএসপি ৩-০ সেটে ঢাকার পগোজ, অন্যদিকে কোয়ান্টাম কসমো ৩-০ সেটে চট্টগ্রাম কাফকো স্কুলকে পরাজিত করে। বালিকা দলগত বিভাগে ফাইনালে উঠেছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজশাহী মডেল স্কুল। নড়াইল সেমিতে পাবনা টেকনিক্যাল ও রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ৩-০ সেটে স্ট্রাইড ইন্টার ন্যাশনাল স্কুলকে হারিয়ে দেয়। আজ বিকাল সাড়ে ৪টায় উভয় বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। বালিকা দলগত বিভাগে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে স্ট্রাইড ইন্টারন্যাশনাল ৩-১ সেটে পাবনা টেকনিক্যাল স্কুলকে পরাজিত করে। বালক দলগত বিভাগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। আজ একক বিভাগেও খেলা শুরু হবে। দেশের জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দেশে প্রথমবারের মতো স্কুল টি টি প্রতিযোগিতার আয়োজন করছে। বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা সিমেন্ট টুর্নামেন্টের স্পন্সর করছে।

সর্বশেষ খবর