Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ অক্টোবর, ২০১৬ ২৩:১২
‘ক্যাপ্টেন’ ডাক শুনে অভিভূত মুশফিক
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৫ সালের জুলাইয়ের পর আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। তাই অধিনায়ক হিসেবে এর মাঝে কোনো সংবাদ সম্মেলনেও যাননি টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তা ছাড়া অনেক দিন ইচ্ছাকৃতভাবে মিডিয়া থেকে দূরে ছিলেন। গতকাল টেস্ট অধিনায়ক হিসেবে ১৫ মাস পর সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। এ সময় এক মিডিয়াকর্মী প্রশ্ন করার আগে ‘ক্যাপ্টেন’ বলে মুশফিকের দৃষ্টি আকর্ষণ করলে, অভিভূত হয়ে টাইগার ক্যাপ্টেন বলেন, ‘অনেক দিন পর শুনলাম যে কেউ ক্যাপ্টেন বলল। ভালোই লাগল আলহামদুলিল্লাহ।’

আর মিডিয়া থেকে দূরে থাকার ব্যাখ্যায় বলেন, ‘এটা আসলে মনোযোগ একটা সুদির্নিষ্ট জায়গায় রাখার জন্য। আমি ভাবছিলাম অন্যান্য দিকে মনোযোগ না দিয়ে যদি নিজের কাজগুলো ভালোভাবে করতে পারি, অন্তত বেশি সময় দিতে পারি অন অ্যান্ড অব দ্যা ফিল্ড আমার খেলা নিয়ে এই একটা কারণেই মিডিয়া থেকে দূরে ছিলাম। এর বাইরে তেমন কোনো কারণ নেই। আর শেষ ১৫ মাসে হয়তবা কোনো খেলা হয়নি, তাই দেখা হয় না। হয়ত খেলা হলে নিয়মিত দেখা হতো।’

আর নানা কারণে মিডিয়ার সঙ্গে মুশফিকের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। সব ভুলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মুশফিক বলেন, ‘আপনারা যদি ভালো প্রশ্ন করেন, আমিও ভালো ভালো উত্তর দেব। তাহলে হয়ত খেলায় প্রভাব পড়বে না। আপনারা যদি এতটুকু হেল্প না করেন, তাহলে খুব কঠিন হয়ে যায়। আমি ভেবেছি আমি যদি অন্তত মনোযোগটা দিতে পারি আমার কাজের প্রতি... কারণ আমি যদি এসে বলি এটা করতে চাই, ওটা করতে চাই... তার চেয়ে যদি চেষ্টা করি যে কাজটা করতে পারি কিনা সেটাই ভালো নয়কি। আমি আসলে সে কাজটাই করতে চেয়েছি।

এই পাতার আরো খবর
up-arrow