Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২০ অক্টোবর, ২০১৬ ২৩:৫৩
সবাইকে ছাড়িয়ে অ্যালিস্টার কুক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সবাইকে ছাড়িয়ে অ্যালিস্টার কুক

ইংল্যান্ডের সব টেস্ট খেলোয়াড়কে ছাড়িয়ে গেলেন অ্যালিস্টার কুক। এখন তিনিই ইংল্যান্ডের সর্বাধিক খেলা টেস্ট ক্রিকেটার। গতকাল মুশফিকের সঙ্গে টস করতে নেমেই সর্বাধিক টেস্ট খেলার খেতাব নিজের করে নেন কুক। চট্টগ্রাম টেস্টের আগে ১৩৩ টেস্ট অ্যালেক স্টুয়ার্টের সঙ্গে যৌথভাবে শীর্ষ ছিলেন কুক। এ টেস্টের মধ্যদিয়ে রেকর্ডটি নিজের করে নেন। তবে সব দেশ মিলে সর্বাধিক ২০০ টেস্ট খেলে সবার ওপর রয়েছে কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তিনি সর্বাধিক ২০০ টেস্ট খেলেন।  ইংল্যান্ড অধিনায়কের বয়স ৩১।  টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি টেস্ট  খেলে ইংল্যান্ডই। আর ৬-৭ বছর টিকে থাকলেই আরও ৭০ টেস্ট খেলে  ফেলতে পারেন কুক।

এই পাতার আরো খবর
up-arrow