Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ অক্টোবর, ২০১৬ ২৩:৫৩
হকি ঘিরে আশার আলো
ক্রীড়া প্রতিবেদক
হকি ঘিরে আশার আলো

জনপ্রিয় খেলা হকিতে প্রাণ ফিরে এসেছে। নানা দ্বন্দ্বে অনিশ্চয়তার মধ্যে বন্দি ছিল হকি। এখন সেই সংকট কেটে গেছে। কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। দ্বন্দ্ব ভুলে ঝাঁপিয়ে পড়ায় ফলও পাওয়া যাচ্ছে। অনূর্ধ্ব-১৮ এশিয়া যুব কাপে পাকিস্তানকে পেছনে ফেলে রানার্সআপ হয়েছে বাংলাদেশের যুবারা। ফাইনালে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুর্ভাগ্যক্রমে ভারতের কাছে হেরে যায়। এমন পারফরম্যান্সে হকিকে ঘিরে নতুন আশা জেগেছে। নভেম্বরে হংকংয়ে অনুষ্ঠিত এইচআইএফ হকির আসর। বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরো দমে। প্রস্তুতিতে এবার ব্যতিক্রম এনেছে হকি ফেডারেশন। হকির শক্তিশালী দেশ জার্মানিতে চলছে প্রশিক্ষণ। ২১ জন খেলোয়াড় এখন জার্মানিতে। নভেম্বরে প্রথম সপ্তাহে খেলোয়াড়দের দেশে ফেরার কথা। এরপর চূড়ান্ত দল গঠন হবে। প্রশিক্ষণে নতুনত্ব। এই প্রথম হকি খেলোয়াড়রা ইউরোপে তাদের প্রস্তুতি সেরেছেন। যা বাংলাদেশের অন্য খেলায় দেখা যায়নি। হকি ফেডারেশন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। কথা হচ্ছে এতে মানে বড় কোনো পরিবর্তন কি আশা করা যায়?

এক সময় হকির পরাশক্তি দুই দেশ হলেও ভারত ও পাকিস্তানের সেই অবস্থা নেই। এশিয়া কাপ বা এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। বিশ্বকাপ কিংবা অলিম্পিক গেমসে পাত্তাই মিলছে না। আর্জেন্টিনা রিও অলিম্পিকে সোনা জিতে বিশ্বকে চমকিয়ে দিয়েছে। এশিয়ান লেভেলে এখন যে অবস্থা তাতে বাংলাদেশ ভালোভাবে তৈরি হতে পারলে ভালো একটা অবস্থানে  পৌঁছে যাবে। যার আভাস এশিয়ান যুব আসরে পাওয়া গেছে। হকি ফেডারেশন কিন্তু ফুটবলের মতো বসে নেই। পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করছে।

এই পাতার আরো খবর
up-arrow