রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সাকিবে হতাশা সাকিবেই স্বস্তি

মেজবাহ্-উল-হক, চট্টগ্রাম থেকে

সাকিবে হতাশা সাকিবেই স্বস্তি

ব্যাটিংয়ে হতাশার পরিচয় দিলেও বোলিংয়ে ঝলসে উঠেছিলেন সাকিব। তৃতীয় দিনে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ধস নামান তিনি —বাংলাদেশ প্রতিদিন

দিনের শুরুটা হয়েছিল বিধ্বংসের মধ্য দিয়ে। সকালের সেশনের দ্বিতীয় বলেই সাকিব আল হাসানের আউটটি যেন গোটা দেশকে হতাশায় ডুবিয়ে দেয়! বিশ্বসেরা অলরাউন্ডারকে হারিয়ে পথভ্রষ্ট হয়ে যায় বাংলাদেশ। বালির বাঁধের মতো ভেঙে পড়ে মুশফিকদের লোয়ার অর্ডার। আগের দিনের ২২১/৫ স্কোরটা মাত্র ১২ ওভারের ব্যবধানে হয়ে যায় ২৪৮/১০।

সাকিব ছিলেন বাংলাদেশের ভরসার প্রতীক। আবার ইংলিশদের পথের কাঁটাও। তাকে দ্রুত আউট করে ইংলিশরা যেন বুকের ওপর থেকে মস্তবড় এক পাথর নামিয়ে ফেলে। তারপর দ্রুতই গুটিয়ে দেয় বাংলাদেশকে।

মুশফিকদের যেখানে লিড নেওয়ার কথা, সেখানে গতকাল সকালে ২৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসেই পিছিয়ে পড়তে হয় ৪৫ রানে। দলের মহাগুরুত্বপূর্ণ সময়ে নিজের এমন আউট এবং দলের পরিস্থিতি সাকিবকে ভীষণ কষ্ট দিয়েছিল। সে কারণেই কিনা হতাশায় শুরু হওয়া দিনটা হতাশায় শেষ হতে দেননি। ব্যাট হাতে ভুল করলেও বল হাতে ঠিকই তা পুষিয়ে দিয়েছেন। একাই ইংল্যান্ডের পাঁচ উইকেট নিয়েছেন। সাকিবের দুর্দান্ত বোলিংয়েই স্বস্তিতে বাংলাদেশ। জয়ের স্বপ্নও দেখতে পারে স্বাগতিকরা। তবে শর্ত একটাই অন্তত দুই তিনটি বড় জুটি গড়তে হবে, এমন কথা বলেছেন টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

উইন্ডিজ কিংবদন্তির দাবি, ‘এখনো জয়ের রাস্তা খোলা আছে বাংলাদেশের সামনে। সমান সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডেরও। বাংলাদেশ যদি দ্রুত দুই ইংলিশ ব্যাটসম্যানকে আউট করতে পারে এবং ব্যাটিং দুই তিনটি বড় জুটি গড়তে পারে তাহলে ভালো সুযোগ রয়েছে।’

তবে সকালে সাকিবের আউটটা ভীষণ হতাশ করেছিল ওয়ালশকে, ‘সাকিবের আউটটি ছিল খুবই হতাশার। আজ (গতকাল) তার কাছে ছিল অনেক বেশি প্রত্যাশা। তিনি নিজেও জানতেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রধান অবলম্বন। আগের সাকিব দারুণ ব্যাটিং করেছিলেন। সেখানে ফ্রেসভাবে নতুন করে শুরু করার কথা। কিন্তু প্রত্যাশিতভাবে তা হয়নি। আর সাকিব প্রথম ওভারে আউট হওয়ার পর অন্যান্য ব্যাটসম্যানদের ওপর অনেক বেশি চাপ সৃষ্টি হয়ে যায়। তবে আমার বিশ্বাস প্রথম ইনিংসে না হলেও দ্বিতীয় ইনিংসে সাকিব অনেক ভালো ব্যাট করবেন।’

গতকাল দ্বিতীয় ইনিংসে মাত্র ৬২ রানে ৫ উইকেট পতনের পরও বেন স্টোকসের ধৈর্যশীল ৮৫ রানে ভর করে জয়ের স্বপ্ন দেখছে ইংলিশরাও। তবে ইংলিশ ব্যাটসম্যান মনে করেন সাকিবের আউটটিই ছিল তাদের ম্যাচে ফেরার টার্নিং পয়েন্ট, ‘সকালের সেশনের দ্বিতীয় বলেই সাকিবকে আউট করার ঘটনা ছিল বাংলাদেশের জন্য বড় শকড। তিনি ছিলেন বাংলাদেশের শেষ টপ ক্লাস ব্যাটসম্যান। হয়তো তিনি চেয়েছিলেন বড় শট খেলে আমাদের স্পিনারদের ওপর চাপ সৃষ্টি করতে। কিন্তু পারেননি। ভাগ্যক্রমে মঈন তাকে আউট করেন এবং দ্রুতই বাংলাদেশকে অলআউট করা সম্ভব হয়। তবে দুর্দান্ত বোলিং করেছেন।’

গতকাল দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রথম উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। দুই ইনিংস মিলে অভিষিক্ত এই বোলারের উইকেট সংখ্যা হয়ে যায় ৭। মিরাজ ২৬ রানে ইংল্যান্ডের সবচেয়ে বড় উইকেট অ্যালিস্টার কুককে আউট করার পরও টানা দুই ওভারে দুই উইকেট তুলে নেন সাকিব। ২৭ ও ২৮ রানে বেন ডাকেট ও জো রুটকে আউট করে ইংল্যান্ডকে রীতিমতো বিপদে ফেলে দেন। ৪৬ রানের মাথায় গ্যারি ব্যালান্সকে সাজঘরের পথ ধরিয়ে দেন স্পিনার তাইজুল। ৬২ রানের মাথায় মঈন আলীকেও ফিরিয়ে দেন সাকিব। সেই সঙ্গে টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। তারপর বেন স্টোকস ও বেয়ারস্টো মিলে ১২৭ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করে। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টার্ন উইকেটে ৮৫ রানের মহামূল্যবান ইনিংস খেলা স্টোকসকে আউট করেন সাকিব। লোয়ার অর্ডারে অলরাউন্ডার আদিল রশিদকে ভয়ঙ্কর হওয়ার আগেই ফিরিয়ে দিয়ে টেস্টে ১৫তম বারের মতো পঞ্চম উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেই সঙ্গে বাংলাদেশের স্বপ্নও বাঁচিয়ে রাখেন। যে সাকিবকে দিয়ে হতাশায় দিন শুরু হয়েছিল সেই সাকিবই বাংলাদেশকে লড়াইয়ের রেসে রাখলেন।

ইংল্যান্ড প্রথম ইনিংস ২৯৩/১০, দ্বিতীয় ইনিংস ২২৮/৮

স্টোকস ৮৫, বেস্ট্রো ৪৭। সাকিব ৫/৭৯

বাংলাদেশ প্রথম ইনিংস ২৪৮/১০

তামিম ৭৮, মুশফিক ৪৮, মাহমুদুল্লাহ ৩৮, সাকিব ৩১

মইন আলী ৩/৭৫ [তৃতীয় দিন শেষে]

সর্বশেষ খবর