রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইংলিশদের ত্রাণকর্তা স্টোকস

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন লাঞ্চের পর সাকিবের ঘূর্ণিতে লড়বড়ে ইংলিশ ব্যাটিং লাইন। ৪৬ রানে চার উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন বেন স্টোকস। নেমেই শুরুতে কিছুটা সাবধানী ব্যাটিং। প্রথম ইনিংসের ইংলিশদের সর্বোচ্চ রান সংগ্রাহক মঈন আলীকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা। কিন্তু তাদের জুটিতে ১৬ রান করার পর সাকিবের বলে মুশফিক অসাধারণ একটি ক্যাচ নিয়ে মঈন আলীকে বিদায় করলে ৬২ রানে পাঁচ টপ অর্ডারকে হারিয়ে ভঙ্গুর হয়ে ওঠে ইংলিশ ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসসহ দ্বিতীয় ইনিংসে লিড মাত্র ১০৭। খাঁদের কিনারা থেকে ইংলিশদের উদ্ধারের মিশনে নামেন বেয়ারস্টোকে নিয়ে। ৬ষ্ঠ উইকেট জুটিতে  বেন স্টোকস ও বেয়ারস্টো জুটিতে পাল্টে দেয় ম্যাচের চিত্র। দু জনের আক্রমণে পাল্টে যায় সব সমীকরণ। তারা দুজনের জুটিতে  যোগ করে মহামূল্যবান ১২৭ রান। পরে অভিষেক হওয়া রাব্বির বলে বেয়ারস্টো আউট হলে ভাঙ্গে তাদের জুটি। তাদের এ জুটিই পাল্টে দেয় ম্যাচের চিত্র। তার আগেই খোলস থেকে বের হয়ে আসেন এ বছরের টেস্টের সর্বোচ্চ এ সংগ্রাহক। ওই জুটির মাঝেই স্টোকস আদায় করে নেন ক্যারিয়ারের ৭ম টেস্ট অর্ধশত। যাতে তিনি অপচয় করেন ১০২ বল। অর্ধশতকের পথে তিনি ৪ টি চার ও দুটি ছক্কা হাঁকান। সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হওয়ার আগেই স্টোকস খেলেন ৮৫ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস।

সর্বশেষ খবর