রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

টুকিটাকি

দূরত্ব জয় করে তারা গ্যালারিতে

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে রাঙ্গুনীয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের দূরত্ব প্রায় ৪০ কি.মি। দীর্ঘ এ পথ পাড়ি দিয়ে সাত সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে হাজির হয় হাজেরা তজু ডিগ্রি কলেজের তিন শিক্ষার্থী ফরহাদ, ইমরান, কামাল। গ্যালারিতে বসে জীবনের প্রথমবারের মতো উপভোগ করলেন স্বপ্নের নায়ক সাকিবদের ক্রীড়ানৈপুণ্য। একই সঙ্গে বোনাস হিসেবে পান বেন স্টোকস,  বেয়ারস্টোদের ব্যাটিং নৈপুণ্য।  সারা দিন স্বপ্নের নায়কদের স্বচক্ষে দেখার সুখস্মৃতি নিয়ে বাড়ি    ফিরেন তিন জন।

নীরব গ্যালারি হঠাৎ সরব

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ২৮ তম ওভার। সাকিবের বলে মুশফিক অসাধারণ একটি ক্যাচ নিয়ে মঈন আলীকে বিদায় করলে উৎসবে মেতে ওঠে টাইগার সমর্থকরা। গ্যালারি জুড়ে তখন সাকিবদের বন্দনা। কিন্তু তাদের সেই উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬ষ্ঠ উইকেট জুটিতে বেন স্টোকস ও বেয়ারস্টো জুটিতে পাল্টে দেয় ম্যাচের চিত্র। তারা দুজনের জুটিতে যোগ করে মহামূল্যবান ১২৭ রান। পরে অভিষেক হওয়া রাব্বির বলে বেয়ারস্টো আউট হলে ফের সরব হয়ে ওঠে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি। এরপর বেন স্টোকস, আদিল রশিদ আউটের পর আনন্দ উৎসবে পরিণত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর