মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জ্বলে উঠতে পারেননি দুই পেসার

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

জ্বলে উঠতে পারেননি দুই পেসার

চট্টগ্রাম টেস্টে দুই পেসারের মধ্যে শুধু রাব্বিই একটি উইকেট নেন

রুবেল হোসেন ও আল আমিন হোসেন নাকি শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি! কোন দুই পেসার ইংল্যান্ডের বিরুদ্ধে দলের সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন? জাতীয় নির্বাচকরা যেহেতু দুই হোসেনের পরিবর্তে দুই ‘ইসলাম’কে দলে নিয়েছিলেন নিশ্চয়ই তাদের যুক্তি ছিল! কিন্তু সেই যুক্তির ব্যাখ্যাটা এখন কীভাবে দেবেন নির্বাচকরা! কামরুল ইসলাম রাব্বি ব্যাট হাতে দুই ইনিংসে আউট হয়েছেন দলীয় খাতায় কোনো রান যোগ করার আগেই। দুই ইনিংস মিলে ১৬ ওভার বোলিং করে তার ঝুলিতে কেবল এক উইকেট। প্রথম ইনিংসে ৮ ওভার বোলিং করে দিয়েছেন ৪১ রান। দ্বিতীয় ইনিংসে তবু ৮ ওভারে ২৪ রান দিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর উইকেটটা নিয়েছেন।  আরেক পেসার শফিউল ইসলাম তো দুই ইনিংস মিলে কোনো উইকেটই পাননি। ব্যাট হাতেও ব্যর্থ। অথচ ইংলিশ পেসাররা রিভার্স সুইং দিয়ে নাকাল করে ছাড়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের। এখানেই প্রশ্ন উঠছে, এই শফিউল ও কামরুলের চেয়ে কি রুবেল হোসেন ও আল আমিন অনেক ভালো ছিল না? আল আমিন নিয়মিত পারফর্ম করছেন। রুবেল সবেমাত্র ইনজুরি থেকে ফিরেছেন। কিন্তু তাকে সময়ই দেওয়া হয়নি। অথচ মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে রুবেলই হওয়ার কথা ছিল প্রথম পছন্দ। ২০১৫ সালের বিশ্বকাপে রুবেলের দুর্দান্ত বোলিংয়েই তো ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। অথচ এবার ইংলিশদের বিরুদ্ধে সেই রুবেলই অপেক্ষিত। ওয়ানডেতে সুযোগ পাননি, টেস্টেও নেই। দ্বিতীয় টেস্টের দলে কি জায়গা হবে রুবেল ও আল আমিনের? নাকি আবারও দেখা যাবে ব্যর্থতার দুই নায়ক শফিউল ও কামরুলকে!

সর্বশেষ খবর