মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নতুন বিদেশি ফুটবলারের সন্ধানে ক্লাবগুলো

ক্রীড়া প্রতিবেদক

জেবি প্রিমিয়ার ফুটবল লিগে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো। তাই বিদেশি ফুটবলার সন্ধানে নেমে পড়েছেন ক্লাব কর্মকর্তারা। চট্টগ্রাম আবাহনীতে ইতিমধ্যে যোগ দিয়েছে ভুটানি ফুটবলার। ঢাকা আবাহনী ইংল্যান্ড থেকে খেলোয়াড় আনতে পারে। পারিবারিক ব্যস্ততার কারণে ওয়েডসন শেখ জামালে থাকতে চাচ্ছেন না। তার জায়গা কীভাবে পূরণ হবে সেই চিন্তায় আছে ক্লাব। শক্তিশালী দল গড়েও প্রথম পর্বে ১১ ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রের সংগ্রহ ৮ পয়েন্ট। দ্বিতীয় পর্বে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চান কোচ মানিক। ইনজুরির কারণে পল এমিলি দেশে ফিরে গেছেন। আজ ঢাকায় উড়ে আসার কথা হাইতির জাতীয় দলের মিডফিল্ডার স্যাবস্ট্রিন। কোচ মানিক বলেন, খুব উঁচুমানের খেলোয়াড়। তাই ট্রায়ালের প্রয়োজন হবে বলে মনে হয় না। আরও কজন ট্রায়ালে আছেন। যোগ্যতার প্রমাণ দিতে পারলে তাদের নেওয়া হবে। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানও নতুন বিদেশি আনার চিন্তা ভাবনা করছে। তবে কোন দেশ থেকে আনা হবে সে ব্যাপারে কর্মকর্তারা মুখ খুলছেন না।

সর্বশেষ খবর