মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

হেরে ক্ষুব্ধ মরিনহো

ক্রীড়া ডেস্ক

হেরে ক্ষুব্ধ মরিনহো

চেলসির কাছে ধরাশায়ী হওয়ার পর হোসে মরিনহো ক্ষেপেছেন শিষ্যদের ওপর। গত রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে ৪-০ গোলে হেরেছে ম্যানইউ। এ পরাজয়ে রেড ডেভিলরা ৭ নম্বরে নেমে গেছে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। চেলসির কাছে হোসে মরিনহোর হারটা যেন কাঁটার মতো বিঁধছে ম্যানইউ ভক্তদের। হোসে মরিনহো নিজেও বিশ্বাস করতে পারছেন না। তার মতে, ডিফেন্ডাররা নিজেদের দায়িত্ব একটুও পালন করেনি। এ কারণেই ম্যানইউকে পরাজয়ের লজ্জা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। তবে বরাবরের মতো চলতি মৌসুমেও ম্যানইউর অবস্থান বলছে, আগামী মৌসুমেও সম্ভবত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেরা হচ্ছে না রেড ডেভিলদের।

 এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গত রবিবার মাঠে নেমেছিল ম্যানসিটিও। পেপ গার্ডিওলার শিষ্যরা ১-১ গোলে ড্র করেছে সাউদ্যাম্পটনের সঙ্গে। এ ড্রয়ের পরও অবশ্য শীর্ষেই অবস্থান করছে ম্যানসিটি। ৯ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে পেপ গার্ডিওলার শিষ্যরা। আর্সেনাল সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে। লিভারপুলের সংগ্রহও ২০ পয়েন্ট। অলরেডরা গত ম্যাচে ওয়েস্ট ব্রমউইচকে হারিয়েছে ২-১ গোলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর