বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইউরোপের বাইরে ফাইনাল!

ক্রীড়া ডেস্ক

ইউরোপের বাইরে ফাইনাল!

দীর্ঘ ৬০ বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, বার্সেলোনা, লিভারপুল আর বায়ার্ন মিউনিখের মতো কত বিখ্যাত ক্লাব এই মঞ্চে উড়িয়েছে বিজয় পতাকা। অসংখ্য ফুটবলারদের অবিস্মরণীয় ফুটবল পারফরম্যান্স এখনো দর্শকদের মনে গেঁথে আছে। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার সম্পূর্ণ ব্যতিক্রমী কিছুই করতে যাচ্ছেন নতুন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্ডার সিফেরিন। তিনি চ্যাম্পিয়ন্স লিগকে ইউরোপের সীমানা ছাড়িয়ে এর বাইরে নিয়ে যেতে চান। গত মাসেই তিনি বলেছিলেন, ‘ইউরোপের বাইরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন করাটা এখন একটা চিন্তা মাত্র। তবে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত।’ এবার সত্যি সত্যিই এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি। ৬১তম ফাইনালটাও ইউরোপেই হচ্ছে। তবে ৬২তম ফাইনাল ইউরোপের বাইরে হতে পারে। এমন ইঙ্গিতই দিয়েছেন আলেক্সান্ডার। তার মতে, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ ফাইনালের আয়োজক হওয়ার জন্য যে কেউ আবেদন করতে পারবে। তবে সম্ভবত ইউরোপের বাইরে প্রথম ফাইনালটা নিউইয়র্কেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখা যাক, উয়েফার এ নতুন ভাবনা কতটা কার্যকরী হয়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর