শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সুস্থ আছেন সাব্বির

ক্রীড়া প্রতিবেদক

সুস্থ আছেন সাব্বির

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হারলেও দর্শকের মন জয় করে নিয়েছেন অভিষিক্ত সাব্বির রহমান। প্রথম ইনিংসে ‘বিতর্কিত’ আউটের কারণে সুবিধা করতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৬৪ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত অন্যপ্রান্তে তিন বলের মধ্যে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয়ে হেরে যায়। তবে সাব্বির অপরাজিতই ছিলেন। অভিষেক ম্যাচেই সাব্বিরের দাপুটে পারফরম্যান্স। তবে চট্টগ্রাম টেস্টে পেটের পীড়া নিয়েই খেলতে হয়েছিল এই তারকা ব্যাটসম্যানকে। ঢাকা টেস্টে খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, সাব্বিরের বড় কোনো সমস্যা নেই। আজই তিনি অনুশীলনে নেমে যেতে পারবেন।

সাব্বির সম্পর্কে বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘সাব্বির ক’দিন থেকেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন। পেটে খুব ব্যথা হচ্ছিল। চট্টগ্রামেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ঢাকায় আসার পর পরই আমরা অ্যাপোলোতে চিকিৎসকদের সঙ্গে কথা বলি। আজ (গতকাল) তার অ্যান্ডোসকপি করানো হয়েছিল। তেমন কোনো সমস্যা নেই। এই সাধারণ গ্যাস্টিকের সমস্যা।’

চিকিৎসকরা সাব্বিরকে কিছু পরামর্শ দিয়েছেন। কোন কোন খাবার খেতে পারবেন সে সম্পর্কে বলেছেন। তবে অ্যান্ডোসকপি করানোর কারণে গতকাল তিনি অনুশীলন করতে পারেননি। বায়েজিদ বলেন, ‘আগামীকাল (আজ) থেকে সাব্বির অনুশীলন করতে পারবেন। এখন ব্যথার মাত্রা একদম কম। ম্যাচের আগে সব ঠিক হয়ে যাবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর