বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ে তামিম-সাকিবের উন্নতি

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হারলেও ভালো খেলায় র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ক্রিকেটারদের। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানের তালিকায় দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে এসেছেন ওপেনার তামিম ইকবাল। অভিষিক্ত সাব্বির রহমান ১৯ ও ৬৪ রান করায় সেরা একশতে (৯২তম) জায়গা করে নিয়েছেন।

বোলিংয়ে সাকিব আল হাসান দুই ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন। তবে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে অভিষিক্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। প্রথম টেস্টে সাত উইকেট নিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬১তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। ছয় ধাপ এগিয়ে ৩৬তম অবস্থানে রয়েছেন তাইজুল ইসলাম।

এদিকে আবুধাবি টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়ে দুইয়ে অবস্থান করছেন পাকিস্তানের ব্যাটসম্যান ইউনুস খান। এক নম্বর জায়াগা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। পাশাপাশি একই টেস্টে ১০ উইকেট শিকারি আরেক পাকিস্তানি ইয়াসির শাহ এক ধাপ এগিয়ে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের সঙ্গে যৌথভাবে পাঁচে অবস্থান করছেন। শীর্ষে রয়েছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে অলরাউন্ডারের তালিকায় এখনো দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। তবে আগের মতোই শীর্ষস্থানে রয়েছেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় স্থানে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

তবে তিন ধাপ এগিয়ে চারে রয়েছেন চট্টগ্রাম টেস্টে ম্যাচসেরা বেন স্টোকস।

 

 

ব্যাটসম্যান (শীর্ষ ১০)

১    (-) স্টিভেন স্মিথ

২    (+৩) ইউনিস খান

৩    (-১) জো রুট

৪    (-১) হাশিম আমলা

৫    (-১) কেন উইলিয়ামসন

৬    (-) আজিঙ্কা রাহানে

৭    (-) অ্যাডাম ভোজেস

৮    (-) এবি ডি ভিলিয়ার্স

৯    (-) ডেভিড ওয়ার্নার

১০   (+১) মিসবাহ-উল-হক

 

বোলিং (শীর্ষ ১০)

১    (-) রবিচন্দ্রন অশ্বিন

২    (-) ডেল স্টেইন

৩    (-) জেমস অ্যান্ডারসন

৪    (+১) রঙ্গনা হেরাথ

৫    (-১) স্টুয়ার্ট ব্রড

৬    (+১) ইয়াসির শাহ

৭    (-) রবীন্দ্র জাদেজা

৮    (-) মিচেল স্টার্ক

৯    (-) নেইল ওয়াগনার

১০   (-) ভারনন ফিল্যান্ডার

 

অলরাউন্ডার (শীর্ষ ৫)

১    (-) রবিচন্দ্রন অশ্বিন

২    (-) সাকিব আল হাসান

৩    (-) মঈন আলী

৪    (+৩) বেন স্টোকস

৫    (-২) রবীন্দ্র জাদেজা

সর্বশেষ খবর