বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শেখ রাসেলে হাইতির ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

প্রথম পর্বে ১১ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শক্তিশালী দল হিসেবে দলের এই অবস্থা কোনোভাবেই সুখকর নয়। তবে পেশাদার লিগে দ্বিতীয় পর্বে নতুন উদ্যমে শুরু করতে চান দলের কোচ শফিকুল ইসলাম মানিক। দলের শক্তি বাড়াতে হাইতি থেকে উড়িয়ে আনা হয়েছে সাবিস্টিন মরিসিকে। বর্তমানে তিনি হাইতি জাতীয় দলের মিডফিল্ডার।

২৬ বছর বয়সী এই ফুটবলারের আমেরিকান লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। গতকাল প্রথমবারের মতো প্রশিক্ষণে নামেন। কোচ মানিক বলেন, প্রথম দিন তো, তাই চূড়ান্তভাবে কিছু বলা যাবে না। তবে গতি রয়েছে। প্রয়োজনে রক্ষণভাগও সামলে দিতে পারবে। ২-৩ দিন দেখব তারপর নিবন্ধন করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। উল্লেখ্য, আরও কয়জন বিদেশি শেখ রাসেলের ট্রায়ালে আছেন। পছন্দ হলে তাদের দলে নেওয়া হবে বলে মানিক জানান। ইনজুরির কারণে পল এমিলি চলে গেছেন। ফিকরু আরও আগে ফিরে গেছেন। তাই ভালোমানের বিদেশি ফুটবলার শেখ রাসেলে জরুরি হয়ে পড়েছে।

সর্বশেষ খবর