শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ধারাবাহিকতায় দৃষ্টি মুশফিকের

ঢাকা টেস্ট শুরু আজ

মেজবাহ্-উল-হক

ধারাবাহিকতায় দৃষ্টি মুশফিকের

চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্যাটিং করেছিলেন সাব্বির। কিন্তু দলকে এনে দিতে পারেননি জয়। ঢাকা টেস্টেও কী তার ব্যাট জ্বলে উঠবে —রোহেত রাজীব

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধারাবাহিকতার অভাব। সিরিজের প্রথম ম্যাচ ভালো করলে দ্বিতীয় ম্যাচেই আর খুঁজে পাওয়া যায় না। গত বছর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে খুলনায় প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত লড়াই করে ড্র করেছিল বাংলাদেশ। তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি এবং ইমরুল কায়েস করেছিলেন সেঞ্চুরি। কিন্তু পরের ম্যাচে ঢাকায় আবার সেই উল্টো যাত্রা। সহজ হার। তবে এবার আর তেমনটা হবে না বলে আশা করছেন অধিনায়ক মুশফিকুর রহিম, ‘আমি সব সময়ই বলেছি, টেস্ট ক্রিকেটেও আমরা যেন ধারাবাহিক হতে পারি। সেদিকেই আমাদের মনোযোগ। শুরুটা ভালো হয়েছে। চট্টগ্রাম টেস্টে যেখানে শেষ করেছি, সেখান থেকেই এখানে শুরু করতে চাই।’

চট্টগ্রাম টেস্টে ভালো খেলার কারণে মনে যেমন স্বস্তি আছে, তেমন আক্ষেপও কম নয়। আর একটু ভালো করতে পারলে কিংবা ভুল আর একটু কম হলে ম্যাচের ফল পক্ষে চলে আসত। তাই চট্টগ্রাম টেস্টের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করতে চান মুশফিক। ঢাকায় চট্টগ্রামের মতো সুযোগ সৃষ্টি হলে তা হাত ছাড়া করতে চান না টাইগার ক্যাপ্টেন, ‘আমাদের চ্যালেঞ্জ ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা। এমন নয় যে চট্টগ্রামে জিতে গেলেই আমরা টেস্টের এক নম্বর বা ভালো টেস্ট দল হয়ে যেতাম। এখনো আমরা সেই পর্যায়ে যাইনি। আমাদের মূল চ্যালেঞ্জ, দল হিসেবে যেন চার-পাঁচটা দিন ধারাবাহিক ভালো খেলতে পারি। তবে এবার যদি জয়ের মতো সুযোগ আসে, আমরা অবশ্যই হাতছাড়া করব না। আমাদের মূল লক্ষ্যই থাকবে জয়ের মতো সুযোগ সৃষ্টি করা এবং সেটা কাজে লাগানো।’

চট্টগ্রামের উইকেট ছিল মুশফিকদের মনের মতো। যেমন চেয়েছেন তেমন উইকেটই পেয়েছেন। তারপরেও জিততে পারেননি সেটা অন্য বিষয়। তবে ঢাকাতেও মনের মতো উইকেট চান মুশফিক। সেই সঙ্গে ক্রিকেটারদেরও ভালো খেলা জরুরি বলে মনে করেন তিনি। মুশফিক বলেন, ‘উইকেটের চেয়েও বেশি নির্ভর করে আপনি কতটা ভালো করতে পারছেন। উইকেট যেমনই হোক, ভালো জায়গায় বল না করলে বা বল সিলেকশন ভালো না হলে, ভালো করা কঠিন। চেষ্টা করব, উইকেট এখানে যদি চট্টগ্রামের মতো নাও হয়.. কিংবা আরও ভালোও হয়, যেটাই থাকুক না কেন, দুদলের জন্য একই রকম হবে। চেষ্টা করব যত দ্রুত হোক, মানিয়ে নেওয়ার চেষ্টা করব। চট্টগামেও যেটা হয়েছে, অনেকবার বলেছি, এখানেও প্রথম ইনিংসটা গুরুত্বপূর্ণ হবে। সেদিকেই মন দিচ্ছি।’ চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সমান তালে লড়াই করেছে বাংলাদেশ। হারলেও টাইগারদের পারফর্ম দেখে খুশি সবাই। সে কারণেই ঢাকা টেস্টে মুশফিকদের ওপর প্রত্যাশার চাপটা থাকবে একটু বেশি। তবে এই চাপকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন মুশফিক, ‘আমরা সব সময় চেয়েছি, সব ফরম্যাটে ভালো ফল করতে। প্রথম টেস্টে ভালো খেলেছি কিন্তু কখনোই সেটা অপ্রত্যাশিত ছিল না। আমরা যে লড়াই করব, এটা অপ্রত্যাশিত নয়। বিশ্বাসটা আমাদের ছিল। বিশ্বাস ছাড়া কেউ কিছু অর্জন করতে পারে না। প্রত্যাশা সব সময়ই থাকে। আমরাও চেষ্টা করছি প্রত্যাশার চাপের সঙ্গে যেন মানিয়ে নিতে পারি।’

বাংলাদেশের দুই পেসার চট্টগ্রাম টেস্টে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। সেখানে ইংলিশ পেসাররা রিভার্স সুইং দিয়ে উইকেট নিয়েছেন। বেন স্টোকসের বল তো খেলাই কঠিন হয়ে পড়েছিল। রিভার্স সুইং দিয়েই বাংলাদেশকে বিপদে ফেলেছিলেন ইংলিশ অলরাউন্ডার। মুশফিক মনে করেন, প্রথম ম্যাচে রিভার্স সুইংয়ের বিরুদ্ধে খেলে অনেক কিছু শিখেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, ‘অনেকদিন পর এরকম কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে খেলেছি। বিশ্বের খুব কম ব্যাটসম্যানই আছে যে রিভার্স সুইংয়ে খুব বেশি ভালো খেলে। আমাদের জন্য সেটা বড় শিক্ষা ছিল। আমাদের টেল এন্ডারদের জন্যও। আমরা চেষ্টা করব যেন ম্যাক্সিমাম রানটা টপ অর্ডাররাই করতে পারে। যাতে টেল এন্ডারদের চাপ না দিতে।’

আজ ৯৫তম টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু অধিনায়ক মুশফিকুর রহিমের এটি ৫০তম টেস্ট। টেস্ট খেলুড়ে অন্যান্য দেশের কথা চিন্তা করলে এটি কোনো ঘটনাই নয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি মাইলফলকই বটে। হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুলের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট খেলার হাফ সেঞ্চুরি করবেন মুশফিক। সে কারণে বেশ রোমাঞ্চিত টাইগার ক্যাপ্টেন, ‘খুবই ভালো লাগছে। বাংলাদেশে ৫০টি টেস্ট খেলা খুব সহজ নয়। চেষ্টা করব ব্যক্তিগতভাবে ভালো খেলতে এবং দলও যেন ভালো করে। দলের ভালোর জন্য আমার যা যা করার আছে , আমি চেষ্টা করব।’

মুশফিকের ৫০তম টেস্টে সতীর্থরাও চাইবেন, নিজেকে শতভাগ উজাড় করে দিয়ে জিততে। কিন্তু ভয় তো আবহাওয়াকে নিয়ে। গতকাল দুপুরে রোদ হলেও সকালে ও বিকালে ছিল ঝুম বৃষ্টি। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ এর প্রভাবে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস আছে! তাই খেলা কতক্ষণ হবে সেটাই এখন ভাবনার বিষয়!

সর্বশেষ খবর