শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এবার মরিনহোর জয়

ক্রীড়া ডেস্ক

এবার মরিনহোর জয়

হোসে মরিনহো আর পেপ গার্ডিওলার দ্বৈরথ বেশ ভালোই চলছে ইংলিশ প্রিমিয়ার লিগে। ম্যানচেস্টার ডার্বিতে প্রথমবার জিতেছিলেন পেপ গার্ডিওলা। তবে দ্বিতীয়টা জিতেই সমান্তরালে থাকলেন হোসে মরিনহো। বুধবার লিগ কাপে ১-০ গোলে পেপ গার্ডিওলার ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরিনহোর ম্যানইউ। হুয়ান মাতার একমাত্র গোলে ম্যানচেস্টার সিটির লিগ কাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে রেড ডেভিলরা। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে গত আসরের শিরোপা জিতেছিল ম্যানসিটি। প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট লিগ কাপ থেকে ছিটকে পড়েছে শিরোপা প্রত্যাশী চেলসিও। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে অ্যান্টোনিও কন্তের দল।

গত সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে এসে ইউনাইটেডকে হারিয়েছিল পেপ গার্ডিওলার শিষ্যরা। লিগ কাপে এই ১-০ গোলের জয়ে সে হারের প্রতিশোধ কিছুটা হলেও নিল ম্যানইউ। এই হারে গার্ডিওলার অধীনে ম্যানসিটির ব্যর্থতার ধারা আরও দীর্ঘায়িত হলো। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে কোনো জয়ের মুখ দেখেনি তারা। তবে এতে হতাশ নন পেপ গার্ডিওলা। নিজের দীর্ঘ ক্যারিয়ারে এমন জয়খরা আর দেখেননি পেপ গার্ডিওলা। ব্রিটিশ মিডিয়াকে তিনি কথা দিয়েছেন, এমনটা আর হবে না। গার্ডিওলা বলেন, ‘জয়-পরাজয়টা ম্যাচেরই অংশ। এমনটা হতেই পারে। কখনো আপনি জিতবেন, কখনো আপনার প্রতিপক্ষ।’ তবে টানা ছয় ম্যাচে কোনো জয় না পাওয়ায় মন ভালো নেই গার্ডিওলার। যদিও শিষ্যদের উপর কোনো চাপ দিতে রাজি নন তিনি। শিষ্যদের খেলায় সন্তুষ্ট বলেই জানিয়েছেন এ কাতালান কোচ। ম্যানসিটি লিগ কাপ থেকে ছিটকে পড়লেও এখনো রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এই তিনটাতে ভালো করতে চান গার্ডিওলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর