শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

তবু রিয়ালের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক

তবু রিয়ালের গোল উৎসব

গত মৌসুমে কোপা দেল রে কাপে অনিবন্ধিত ফুটবলারকে মাঠে নামানোয় কোপা দেল রে কাপ থেকে বহিস্কৃত হয়েছিল। আপিল করেও জিততে পারেনি তারা। এ কারণে গত মৌসুমে কোপা দেল রে কাপে শিরোপা জয়ের জন্য লড়াইটাও করতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। তবে চলতি মৌসুমে চতুর্থ রাউন্ডে দারুণ জয়ে শুরু করল জিনেদিন জিদানের শিষ্যরা। বুধবার তৃতীয় বিভাগের দল লিওনেসাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তারকাসমৃদ্ধ বিবিসি আক্রমণভাগের ছিল না কেউ কোপা দেল রে কাপের ম্যাচে। তবে রিয়াল মাদ্রিদের জয়রথে কোনো বাধা পড়েনি। আলভারো মোরাতা ও মার্কো আসেনসিওর নৈপুণ্যে তৃতীয় সারির দল লিওনেসার জালে গোল উৎসবই করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

বুধবার রাতে কোপা দেল রে কাপে শেষ ষোলতে স্থান করে নেওয়ার লড়াইয়ে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৭-১ গোলে জিতেছে রিয়াল। লস ব্ল্যাঙ্কোসদের পক্ষে আলভারো মোরাতা ও আসেনসিও দুটি করে গোল করেন। এছাড়াও একটি করে গোল করেন নাচো ফার্নান্দেস ও মারিয়ানো ডিয়াস। অন্য গোলটি আত্মঘাতী। লিওনেসার হারের ব্যবধান কমানো একমাত্র গোলদাতা মার্টিনেজ। রিয়ালের গোল উৎসবের শুরুটা হয় প্রতিপক্ষের ভুলে। ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে টনি ক্রুজের ফ্রি কিক হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল ঢোকালেন ডাচ ডিফেন্ডার জিয়ান্নি জুইভেরলুন। এরপর ম্যাচের ৩২তম মিনিটে লুকাস ভাসকেসের বাড়ানো বল  পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে আরও তিনবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। বিরতির পর প্রথম মিনিটেই বাঁ দিক থেকে কোনাকুনি শটে গোলরক্ষকের দুপায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন আলভারো মোরাতা। ৫৩তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে আসেনসিও দ্বিতীয় গোল করেন। এর দুই মিনিট পরই স্কোরলাইন ৫-০ করেন আলভারো মোরাতা। ৬৮তম মিনিটে চমৎকার এক গোল করে স্কোরশিটে নাম লেখান নাচো ফের্নান্দেস। ৮৪তম মিনিটে রিয়ালের জালে স্বাগতিকদের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন মার্তিনেস। যোগ করা সময়ে লিওনেসার কফিনে শেষ পেরেক ঠোকেন স্প্যানিশ ফরোয়ার্ড মারিয়ানো ডিয়াস। এ জয়ে শেষ ষোল অনেকটাই নিশ্চিত হয়ে গেল রিয়াল মাদ্রিদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর