শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইউরোপে হকি দলের ব্যস্ত সময় কাটছে

ক্রীড়া প্রতিবেদক

ইউরোপে হকি দলের ব্যস্ত সময় কাটছে

হকি ফেডারেশন অনুশীলনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। আগামী মাসে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হকির বড় আসর এইচআইএফ কাপ। ভালো পারফরম্যান্সের লক্ষ্যে জাতীয় দল জার্মানিতে প্রশিক্ষণ করছে। শুধু তাই নয়, পোল্যান্ডের বিপক্ষে পাঁচটি প্রীতিম্যাচেও অংশ নিয়েছে। ৩টি হার আর দুটোতে ড্র করেছে বাংলাদেশ। ইউরোপে অনুশীলন করা অত্যন্ত ব্যয় বহুল ব্যাপার। অন্য ফেডারেশনের কাছে তা স্বপ্ন হলেও সহসভাপতি শফিউল্লাহ আল মুনীরের উদ্যোগে হকি তা করে দেখিয়ে দিয়েছে। ইউরোপের মাটিতে প্রশিক্ষণ  করে খেলোয়াড়রা নিজেদের প্রস্তুত করতে পারছে। শুধু তাই নয়, মানোন্নয়নে যে যে পদক্ষেপ নেওয়া দরকার পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে হকি ফেডারেশন।

জার্মান থেকে গতকালই হকি দলের অস্ট্রিয়াতে যাওয়ার কথা।  সেখানেও বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। বড় টুর্নামেন্টে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না হকি ফেডারেশন। আগামী মাসের প্রথম সপ্তাহে হকি দলের দেশে ফেরার কথা। ঢাকায়ও কিছুদিন ট্রায়াল চলবে। এরপর চূড়ান্ত দল গড়বে হকি ফেডারেশন। ইউরোপের মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন হকি খেলোয়াড়রা। যা দলের উপকারে আসবে বলে হকি বিশ্লেষকরা মনে করছেন।

সর্বশেষ খবর