রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দৃষ্টি ইমরুলের দিকে

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসে শুরুতেই আউট হয়েছিলেন ইমরুল কায়েস। এক রানের বেশি করতে পারেননি। খুব বেশি সতর্কভাবে খেলতে গিয়েই সর্বনাশ! কিন্তু দ্বিতীয় ইনিংসে আর ভুল করেননি বাংলাদেশের ওপেনার। শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের ওপর আক্রমণ করে ব্যাট করতে থাকেন। তার ফলও পেয়ে যান। হাফ সেঞ্চুরি করে এখনো অপরাজিত। গতকাল ইমরুল হাফ সেঞ্চুরি করেছেন মাত্র ৬৫ বলে। ইংলিশ স্পিনার আদিল রশিদকে থার্ডম্যান দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরিটি আদায় করে নেন। দাপটের সঙ্গে ব্যাটিং করার পাশাপাশি এক প্রান্ত আগলে রেখেছেন ইমরুল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৫২ রানে তিন উইকেট হারায়। ইমরুল অপরাজিত রয়েছেন ৫৯ রানে। ৮টি বাউন্ডারিতে মাত্র ৮১ বল থেকে এই রান করেছেন তিনি। গতকাল ২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। দিন শেষে মুশফিকদের লিড ১২৮ রান। হাতে রয়েছেন সাত উইকেট। আজকের সকালের সেশনেই নির্ধারিত হয়ে যেতে পারে টেস্টের ভাগ্য। কিন্তু মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে ভরসা করার উপায় নেই। কেন না প্রথম ইনিংসে দারুণ সূচনার পরও তামিম ও মুমিনুল আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল মিডল অর্ডার ও লোয়ার অর্ডার। এক উইকেটে ১৭১ থেকে ২২০ রানেই অলআউট। তাই আজ  ইমরুলই ভরসা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর