সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভয়কে জয় করল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ভয়কে জয় করল টাইগাররা

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জয় এখন নতুন কিছু নয়। এমন কোনো দেশ নেই যে বাংলাদেশের কাছে হারেনি। এশিয়া কাপে দুবার রানার্সআপ হয়েছে। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল টাইগাররা। টি-২০তে খারাপ করছে না। কিন্তু টেস্টে সেভাবে জ্বলে উঠতে পারছিল না। জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই শুধু জয় ছিল। আসলে টেস্টে কম খেলে বলে সেভাবে পরিচর্চাটাও হয় না। প্রায় ১৫ মাস পর বাংলাদেশ টেস্ট খেলতে নামে। প্রতিপক্ষ ছিল ক্রিকেটের জনক ইংল্যান্ড। ওয়ানডেতে বেশ কবার জয় পেলেও টেস্টে ইংলিশদের বিপক্ষে জয় পাবে তা ছিল অবিশ্বাস্য। টাইগারদের হেড কোচ হাতুরাসিংহে বলেছিলেন, ইংল্যান্ডের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই।  চট্টগ্রাম টেস্টে উভয় ইনিংসে অলআউট করে সাকিবরা তা প্রমাণও দিয়েছেন। তবে দুর্ভাগ্যক্রমে ২২ রানে হেরে যায়। চট্টগ্রাম টেস্টে অসাধারণ পারফরম্যান্স করায় ঢাকা টেস্ট ঘিরে আশা জেগে ওঠে। অপেক্ষায় ছিল দেশবাসী। প্রথম ইনিংসে বিপর্যয়ে সবাই ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৭৩ রানের টার্গেট  দেওয়ায় নতুন করে আশার আলো জেগে ওঠে। তবে দ্বিতীয় ইনিংসে আবার উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডের ১০০ রান ওঠে আসলে জেতার আশা অনেকেই ছেড়ে দিয়েছিল। মেহেদী ও সাকিবের মারাত্মক বোলিংয়ে ইংল্যান্ড ১৬৪ রানে অলআউট হয়ে গেলে তৃতীয় দিনেই ১০৮ রানে বিশাল ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। ঐতিহাসিক টেস্ট বিজয়। ইংল্যান্ডকে হারানোর পর টেস্টে যে ভয়টা ছিল তা কেটে যাবে। সামনে আরও শক্তিশালী প্রতিপক্ষকে হারাবে এটাই প্রত্যাশা দেশবাসীর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর