সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অভিনন্দনে সিক্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

পৃথক অভিনন্দন বার্তায় তারা জাতীয় দলের সদস্য, কোচ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড—বিসিবি কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ মন্ত্রিপরিষদের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় ‘এক দিনের আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও টাইগাররা এমন জয়ের ধারা অব্যাহত রাখবে’ বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী; রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অভিনন্দনে সিক্ত হয়েছে মুশফিক বাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এ জয়কে অনেকেই অবিস্মরণীয় বলেও অভিহিত করেছেন। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৮ রানের দুর্দান্ত জয়ের পর ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সর্বস্তরের মানুষ বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই ক্রিকেট দলের গ্রুপ ছবি ও জয়ের মুহূর্তের ছবি পোস্ট করে ফেসবুকে ক্রিকেট দলের জন্য শুভ কামনা করেছেন।

 

সর্বশেষ খবর