বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেখ জামালকে হারাল আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক

হার দিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব শুরু করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগের কাছে ২-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপার রেসে থাকা শেখ জামাল শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে। খেলার ২০ মিনিটেই এগিয়ে যেতে পারত আরামবাগ। ডি-বক্সে সাজেদুরের কাছ থেকে বল পেয়ে ফাঁকায় থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার থিয়াগো গোল করতে ব্যর্থ হন। পরের মিনিটেই কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ পায় শেখ জামাল। গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং এর শট ক্রস পিস ঘেঁষে চলে যায়। গোল বঞ্চিত হয় শেখ জামাল। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুদলের ম্যাচ। ৪০ মিনিটে কপাল পোড়ে শেখ জামালের। আত্মঘাতী গোলে হঠাৎ ছন্দপতন ঘটে তাদের। আরামবাগের রবিউল হাসানের কর্নার কিকের বল জামালের গোলরক্ষক সুজন ঠিকমত ফিস্ট করতে পারেননি। গোলমুখে পড়া বল ডিফেন্ডার দিদারুল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন (১-০)। এর পর ৫৮ মিনিটে ব্যবধান (২-০) করেন আবদুল্লাহ।

 এগিয়ে গিয়ে প্রথমার্ধের বাকি সময় টুকুতে বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দিয়ে বিরতিতে যায় আরামবাগ। গোল শোধে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে শেখ জামাল। কিন্তু আরামবাগের ডিফেন্ডারদের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি তারা। উল্টো খেলার ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাইফুল বারী টিটুর দল। ক্যামেরুনের মিডফিল্ডার ইয়োকো সামনিকের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন আবদুল্লাহ। দুজন ডিফেন্ডারকে পেছনে ফেলে আগুয়ান জামালের গোলরক্ষক সুজনের বাম পাশ দিয়ে চমৎকার প্লেসিং শটে বল জালে জড়ান  (২-০)। দুই গোলে পিছিয়ে পড়ে কিছুটা খেই হারিয়ে ফেলে শেখ জামাল। তারপরও গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে তারা। খেলার শেষ মিনিটে পেনাল্টি পায় শেখ জামাল। ডি-বক্সে জামালের ল্যান্ডিং ডারবোকে ফাউল করেন আরামবাগের বাদশা মিয়া। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন জামালের মাইক ওতোজারেরি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ।

সর্বশেষ খবর