বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিরোপা ধরে রাখতে চায় কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক

নতুন দল গড়ে গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৪ নভেম্বর বিপিএলের পর্দা উঠবে। দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। মাশরাফির নেতৃত্বে এবারও শিরোপা জিততে চায় কুমিল্লা। বিকেএসপিতে এতদিন তাদের কন্ডিশনিং ক্যাম্প ছিল। গতকাল মিরপুরে অনুশীলন শুরু করেছে কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামাল বলেন, ‘আমি দল নিয়ে খুবই আত্মবিশ্বাসী। ক্রিকেটারদের ওপর আমার আস্থা রয়েছে। আমরা দেশি ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে বসেছি, সবার লক্ষ্য একটাই শিরোপা। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দল ভালো খেলবে। শেষ চারে গেলেই আমি আশা রাখি পুনরায় শিরোপা জিততে পারব। এর আগে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কুমিল্লায় পাকিস্তানের ক্রিকেটার শেহজাদ গতকালই যোগ দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস আসছে।

সর্বশেষ খবর