বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ম্যানসিটির ‘গুন্ডোগানে’ বিধ্বস্ত বার্সা

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটির ‘গুন্ডোগানে’ বিধ্বস্ত বার্সা

লিওনেল মেসিকে স্বাগত জানাতে ম্যানসিটি ভক্তরা আর্জেন্টিনার পতাকা নিয়ে এলো ইত্তিহাদ স্টেডিয়ামে। শত শত পতাকা। মেসি গোল করার পর পতাকা উড়ল আকাশে। তবে ইত্তিহাদ স্টেডিয়ামে লিওনেল মেসির গোলও পেপ গার্ডিওলার কৌশলকে পরাজিত করতে পারল না। গত মঙ্গলবার ম্যানসিটির মাঠে ৩-১ গোলের পরাজয় স্বীকার করেছে বার্সেলোনা। অবশ্য এ পরাজয়ের পরও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্ব খেলার সুযোগ থাকছে কাতালানদের। হাতে আছে দুই ম্যাচ। এর মধ্যে একটা জিতলেই হবে।

পেপ গার্ডিওলা গত কয়েকটা সপ্তাহ বেশ ভুগেছেন। জয়খরা দূর হচ্ছিল না ম্যানসিটির। তবে গার্ডিওলা ছিলেন নিশ্চিন্ত। অবশেষে কোচের বিশ্বাসকেই সত্যি করলেন আগুয়েরোরা। বিশ্বসেরা ক্লাব বার্সেলোনাকে হারিয়ে এক নতুন অধ্যায় শুরু করতে চান এবার পেপ গার্ডিওলা। গত মঙ্গলবার ইত্তিহাদ স্টেডিয়ামে বার্সেলোনাকে তেমন একটা খেলতেই দেয়নি ম্যানসিটি। লিওনেল মেসির ২১ মিনিটের গোল বার্সেলোনাকে এগিয়ে দিলেও গুন্ডোগানের ডাবল এবং ডি ব্রুইনের এক গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। গুন্ডোগান যেন বার্সেলোনার জন্য মরণঘাতী বন্দুকেরই রূপ নিয়েছিলেন মঙ্গলবার। তিনি ৩৯ ও ৭৪ মিনিটে দুর্দান্ত দুটি গোল করে। ডি ব্রুইন গোল করেন ৫১ মিনিটে। সার্জিও আগুয়েরো প্রায় প্রতিটা গোলেই মুখ্য ভূমিকা পালন করেন। গোল না করেও তাই তিনিই ম্যাচের নায়ক। এ জয়ে ম্যানসিটি ৪ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে নকআউট পর্বে খেলার পথ অনেকটাই পরিষ্কার করে নিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে সি গ্রুপের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

সর্বশেষ খবর