বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

টাইগারদের প্রশংসা ব্রডের মুখে

ক্রীড়া প্রতিবেদক

৩৩ দিনের সফর শেষে গতকাল ঢাকা ছেড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। যাওয়ার আগে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে গেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তিনি বলেন, ‘নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়ায় আমরা সন্তুষ্ট। আতিথেয়তায় আমাদের মুগ্ধ করেছে। ক্রিকেট খেলার সুন্দর পরিবেশ বাংলাদেশে আছে। এ দেশের দর্শকরা ক্রিকেটকে সত্যিই ভালোবাসেন। আমি মনে করি সব দেশেরই বাংলাদেশে আসা উচিত। গত বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর স্থগিতের ব্যাপারে বলেন, ওঠা তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে এতটুকু বলতে পারি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে নির্ভয়ে খেলা যায়।

ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জিতলেও টেস্টে ১-১ ড্র করেছে। চট্টগ্রামে ইংল্যান্ড জিতেছে ২২ রানে এবং ঢাকায় বাংলাদেশ ১০৮ রানে বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এই প্রথম টেস্টে ইংল্যান্ড হারল বাংলাদেশের কাছে। টাইগারদের প্রশংসায় ব্যস্ত ক্রিকেট দুনিয়া। ব্রডও যাওয়ার সময় প্রশংসা করেছেন। আসলে ওয়ানডে প্রতিদ্বন্দ্বিতা হবে তা আমরা ধরেই নিয়েছিলাম। কিন্তু টেস্টে হারব তা ভাবতেই পারিনি। সত্যিই মুশফিকরা দুই টেস্টে ভালোই খেলেছে। ঢাকায় যোগ্যতার পরিচয় দিয়ে ম্যাচ জিতেছে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের কথা না বললেই নয়। অল্প বয়সে টেস্টে ছেলেটা যে কৃতিত্ব দেখিয়েছে এক কথায় বলব অসাধারণ। দুই টেস্টে ১৯ উইকেট পাওয়া চাট্টিখানি কথা নয়। সাকিব ও তাইজুলও চমৎকার বোলিং করেছে।

সর্বশেষ খবর